অমিতাভ বচ্চন বা শাহরুখ খান। তাঁদের বাস ভবন দেখলে তাক লেগে যায়। বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ। আর এক খান সলমান, তিনি কেমন থাকেন ? তাঁর বাড়ি কী রকম ? জানলে অবাক হবেন, রাজপ্রাসাদ তো দূরে থাক, বিলাসবহুল ফ্ল্যাটে থাকাও না পসন্দ ভাইজানের। প্রায় ৩০ বছরের বেশি অভিনয় জীবনে রোজগার তো কম করেননি। এখন সলমান খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। চাইলেই দোস্ত শাহরুখের মতো মন্নত বানিয়ে ফেলতে পারতেন। তবুও মুম্বাইয়ে এক কামরার ফ্ল্যাটে তিনি থাকেন। অবশ্য শহরের বাইরে তাঁর বাংলো বাড়ি আছে। মাঝে মাঝে সেখানে ছুটি কাটাতে যান। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে সলমান তাঁর জায়গা ধরে রেখেছেন। নিজেই সিনেমা প্রোডাকশন হাউস খুলেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ভক্তদের কাছে তিনি ভাইজান। তাঁর জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। কেমন জীবনযাপন সলমান খানের ?
৫৭ বছরে পা দিলেও এখনও নামের পাশ থেকে চিরকুমার তকমা গেল না। এমন নয় যে, জীবনে প্রেম আসেনি। বরং অন্য তারকাদের থেকে একটু বেশি বিতর্কে জড়িয়েছেন সলমান খান। কখনও ঐশ্বর্য রাই, কখনও ক্যাটরিনা কাইফ। এখন অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে নাম জড়িয়েছে। তবে কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এত বড় তারকা হওয়া সত্ত্বেও খুব সাদামাটা জীবনযাপন করেন সলমান খান। সিনেমার বাইরে প্রতিমাসে প্রায় ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান। তবুও কেন সাধারণ জীবন ?
আসলে অহেতুক খরচ করা সাল্লু মিঁয়ার না পসন্দ। প্রয়োজনের বাইরে অর্থ ব্যয় তিনি করেন না। কয়েকদিন আগে কপিল শর্মার শোতে এসে এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েছিলেন সলমান খান। সেখানেই তিনি বলেন, “প্রয়োজনের তুলনায় কোন জিনিসের উপর বেশি ব্যয় আমার কাছে মূল্যহীন”। এর থেকেই বোঝা যায়, সলমান খান কতটা হিসেবী। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘কিসি কি ভাই, কিসি কি জান’। ইদের বাজারে মাঝারি মানের ব্যবসা করছে ভাইজানের ছবি।
No comments:
please do not enter any spam link in the comment box