Star Jalsa serial Guddi: টিআরপি বাড়াতে এবার ভাইবোনের মধ্যে প্রেম ! লীনা গাঙ্গুলির সিরিয়াল বয়কটের ডাক
এক সময় তাঁর লেখা সিরিয়াল বলে বলে ছক্কা হাঁকাত। টিআরপির লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে দিত। সব চ্যানেল তাঁর সিরিয়ালকে প্রাইম টাইমে রেখে কামিয়েছে। কিন্তু সুখের সে দিন আর নেই। কিছুদিন আগে দর্শকের অভাবে বন্ধ হয়ে গিয়েছে ‘বালিঝড়’। এখন মাঝারি মানের টিআরপি নিয়ে কোনমতে চলছে ‘গুড্ডি’ আর ‘এক্কাদোক্কা’। শাসক দল তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালের বিষয় থাকে পরকীয়া। এর বাইরে তিনি বেরতে পারেন না। এই নিয়ে বিস্তর অভিযোগ আগেও উঠেছে। কিন্তু সোশ্যাল সাইটে এবার লীনা গাঙ্গুলি লেখা সিরিয়াল বয়কটের ডাক উঠল। গল্পে আর নতুনত্ব অনেক দিন থেকেই নেই। নতুন কিছু দিতে না পেরে এবার ভাই-বোনের প্রেম দেখাতে শুরু করলেন তিনি। যা দেখে বেজায় খেপে গিয়েছে দর্শককূল। রীতিমতো ট্রোলিং শুরু হয়েছে।
অভিযোগের তীর স্টার জলসার সিরিয়াল ‘গুড্ডি’র দিকে। কিছু দিন আগেই সিরিয়ালের নায়ক অনুজ মারা গিয়েছে দেখানো হয়েছে। গল্প এবার এগিয়ে চলেছে অনুজ আর গুড্ডির সন্তানদের নিয়ে। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেয়ে রেশমিকে নিয়ে একা থাকছে গুড্ডি। আবার রেশমি আর পুবলুর মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠছে। ধারাবাহিকে দেখানো হচ্ছে, রেশমি আর পুবলু একই স্কুলে পড়াশোনা করছে। এই টুকু বয়সেই তাঁদের মধ্যে প্রচ্ছন্ন প্রেম দেখানো হচ্ছে। শুধু তাই নয়, ছোট দুটি ছেলেমেয়ের মুখে প্রেম-ভালোবাসার কথা শুনে সবার চক্ষু চড়কগাছ। সবার প্রশ্ন, এসব কী দেখানো হচ্ছে ? অনুজ আর গুড্ডি একটা সময় বিবাহিত ছিল। পরে তারা পৃথক হয়ে যায়। আলাদা মায়ের সন্তান হলেও রেশমি আর পুবলু সম্পর্কে ভাইবোন হচ্ছে। তাহলে তাদের মধ্যে প্রেম কেন দেখানো হচ্ছে ? স্পষ্ট বোঝা যাচ্ছে, বড় হয়ে তারা প্রেমে পড়তে চলেছে।
ছোট থেকেই মুখে পাকা পাকা ডায়লোগ দেওয়া হয়েছে। টিআরপি বাড়াতে এবার ভাইবোনের মধ্যে প্রেম দেখাতে লাগলেন লীনা গঙ্গোপাধ্যায় ? আর কত নীচে নামবেন তিনি ? প্রশ্ন নেটিজেনদের। সম্পর্কে ভাইবোনের মধ্যে প্রেম দেখানো কী খুব দরকার ছিল ? এই নিয়ে সোশ্যাল সাইটে ট্রোলিং শুরু হয়েছে । অনেকে সিরিয়াল বয়কট করার ডাক দিয়েছেন।
অভিযোগের তীর স্টার জলসার সিরিয়াল ‘গুড্ডি’র দিকে। কিছু দিন আগেই সিরিয়ালের নায়ক অনুজ মারা গিয়েছে দেখানো হয়েছে। গল্প এবার এগিয়ে চলেছে অনুজ আর গুড্ডির সন্তানদের নিয়ে। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেয়ে রেশমিকে নিয়ে একা থাকছে গুড্ডি। আবার রেশমি আর পুবলুর মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠছে। ধারাবাহিকে দেখানো হচ্ছে, রেশমি আর পুবলু একই স্কুলে পড়াশোনা করছে। এই টুকু বয়সেই তাঁদের মধ্যে প্রচ্ছন্ন প্রেম দেখানো হচ্ছে। শুধু তাই নয়, ছোট দুটি ছেলেমেয়ের মুখে প্রেম-ভালোবাসার কথা শুনে সবার চক্ষু চড়কগাছ। সবার প্রশ্ন, এসব কী দেখানো হচ্ছে ? অনুজ আর গুড্ডি একটা সময় বিবাহিত ছিল। পরে তারা পৃথক হয়ে যায়। আলাদা মায়ের সন্তান হলেও রেশমি আর পুবলু সম্পর্কে ভাইবোন হচ্ছে। তাহলে তাদের মধ্যে প্রেম কেন দেখানো হচ্ছে ? স্পষ্ট বোঝা যাচ্ছে, বড় হয়ে তারা প্রেমে পড়তে চলেছে।
ছোট থেকেই মুখে পাকা পাকা ডায়লোগ দেওয়া হয়েছে। টিআরপি বাড়াতে এবার ভাইবোনের মধ্যে প্রেম দেখাতে লাগলেন লীনা গঙ্গোপাধ্যায় ? আর কত নীচে নামবেন তিনি ? প্রশ্ন নেটিজেনদের। সম্পর্কে ভাইবোনের মধ্যে প্রেম দেখানো কী খুব দরকার ছিল ? এই নিয়ে সোশ্যাল সাইটে ট্রোলিং শুরু হয়েছে । অনেকে সিরিয়াল বয়কট করার ডাক দিয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box