Indranil Sengupta and Barkha Bisht divorce: দু’বছর ধরে পৃথক ছিলেন, এবার ইন্দ্রনীলের কাছে ডিভোর্স চাইলেন বরখা
সুর কেটে গিয়েছিল ২০২১ সালেই। এবার পুরোপুরি ছন্দপতন। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের কাছে বিবাহবিচ্ছেদ চাইলেন তাঁর অভিনেত্রী স্ত্রী বরখা বিস্ত। অবসান হতে চলেছে দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের। মেয়ের বয়স ১১। মেয়ে মায়ের কাছেই থাকে। এটা যে হতে চলেছে, তার আন্দাজ কয়েকদিন আগেই করেছিল ইন্ডাস্ট্রি। কারণ, সোশ্যাল সাইটে বরখা আনফোলো করেন ইন্দ্রনীলকে। তখনই বোঝা গিয়েছিল, কিছু একটা হতে চলেছে। এখন আর রটনা রইল না, বরং ঘটনা ঘটে গেল। চিরতরে পৃথক হচ্ছেন ইন্দ্রনীল ও বরখা। একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন ২০০৬ সাল থেকে। স্টার প্লাস চ্যানেলে ‘প্যায়ার কে দো নাম- এক রাধা, এক শ্যাম’ ধারাবাহিক দিয়ে। রাজশ্রী প্রোডাকশনের এই সিরিয়াল থেকেই অভিনয় জীবন শুরু হয় দু’জনের। এরপর একসঙ্গে অভিনয় করেন সাহারা ওয়ান চ্যানেলের ধারাবাহিক ‘ ডোলি সাজা কে’ তে। এই সিরিয়াল শেষ হওয়ার আগেই ২০০৮-এ বরখার বাড়িতে সত্যি ‘ ডোলি’ নিয়ে পৌঁছে যান ইন্দ্রনীল। সুখী দাম্পত্য জীবন ছিল। কিন্তু অবিশ্বাসের বিষবৃক্ষ একবার রোপিত হলে আর সেই সংসার টেকে না।
No comments:
please do not enter any spam link in the comment box