Justice Abhijit Ganguly and Tollywood: রাজতন্ত্র ফিরছে , কেন বলছে সিনেমা জগৎ

অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বাংলায় এই মুহূর্তে সবথেকে চর্চিত নাম। তাঁকে নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে বিভক্ত বঙ্গ সমাজ। কোন পক্ষ মনে করছে, এবার হয়তো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত থমকে যাবে। আর বিপক্ষের মত, ভালো হয়েছে। বিচারপতি গাঙ্গুলি এক্তিয়ারের বাইরে কাজ করছিলেন। কোনটা ঠিক, কোনটা ভুল, তা নিয়ে বিতর্ক চলতে পারে। বিতর্ক চলছেও। আর এসব থেকে নিজেকে দূরে রেখেছে বাংলা সিনেমা (bangla cinema)  জগৎ। বরাবরই যে হয়ে থাকে। তবে সবাই নয়। কেউ কেউ প্রকাশ্যে এসে নিজেদের বক্তব্য জানিয়েছেন। তাঁদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী। নানা ইস্যুতে তাঁরা প্রকাশ্যে এসে বক্তব্য রাখেন। যেমন, বামপন্থী পরিচালক অনীক দত্ত, অভিনেত্রী মানসী সিনহা, জয়জিৎ মুখোপাধ্যায়। আবার বিরুদ্ধে মতও আছে। যাঁরা শাসক দলের কাছাকাছি থাকতে ভালোবাসেন। তাঁদের বক্তব্য কিছুটা অন্যরকম।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যুতে বামপন্থী মনোভাবাপন্ন পরিচালক অনীক দত্ত কিছুটা অবাক। তিনি বলেছেন, ‘আমি সত্যি অবাক। দুর্নীতির ইস্যুতে অন্যরা যা করতে পারেনি, তাই করে দেখিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি’। অভিনেত্রী মানসী সিনহা এই ইস্যুতে মর্মাহত। তিনি জানান, ‘আমি মর্মাহত, বিধ্বস্ত। সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু বলার নেই। আমাদের মানতেই হবে। যিনি এটা করেছেন, ভালো বুঝেই করেছেন। পরবর্তীতে যিনি বিচার করবেন, আশা করি সঠিক বিচার করবেন। তিনিও দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। আসলে আমরা তাঁদের ভরসায় থাকি। যাঁরা বিচার ব্যবস্থার উপরে বসে আছেন, তাঁরা সৎ হবেন। সঠিক বিচার করবেন। সব সময় ন্যায়ের জয় হবে। এটা বিশ্বাস করতে ইচ্ছা করে’।

READ MORE:  নিজে থাকেন অট্টালিকায়, ভাঙা বাড়িতে দিন কাটাচ্ছেন দেবের ভাই !  

    

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় আরও একধাপ এগিয়ে গিয়েছেন। তিনি বলেন, বিচারবিভাগীয় বিষয়। সবটা আমার কাছে পরিষ্কার নয়। তবে যতটুকু বুঝেছি, সব মামলা সরায়নি। সুপ্রিম কোর্ট নিয়ে বলার কিছু নেই। তবে এটা ঠিক, গণতন্ত্র ধীরে ধীরে বিদায় নিচ্ছে। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই মঙ্গল। নাহলে বিপদ। রাজতন্ত্র ফিরে আসছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের অবশ্য অন্য মত। তিনি পরোক্ষভাবে বিচারপতির সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো কাজ করছিলেন। কিন্তু বিচারাধীন বিষয়ে একজন বিচারপতি কীভাবে চ্যানেলে ইন্টারভিউ দিতে পারেন ? এই নিয়ে প্রশ্ন উঠবে’। আসলে পরমব্রত চট্টোপাধ্যায় শাসক দলের ঘনিষ্ঠ। বীরভূমের দেউচা-পাচামি কয়লা খনি নিয়ে কমিটির হেড তিনি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.