Arijit Singh going to breaks Kishore Kumar records: কিশোর কুমারের রেকর্ড ভেঙে নয়া নজির গড়তে চলেছেন অরিজিৎ সিং, জানুন কীভাবে

কিশোর কুমার (Kishore Kumar), কুমার শানুর পর হিন্দি গানের জগতে বাংলার নতুন গর্ব অরিজিৎ সিং (Arijit Singh)। জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ নিজের দক্ষতায় সুরের জগতে সাফল্য পেয়েছেন। কুমার শানুর পর বাংলা থেকে গিয়ে এমন নজির গড়ার উদাহরণ খুব কম আছে। আরও একটি নজির তিনি গড়তে চলেছেন। কিশোর কুমারের একটি রেকর্ড তিনি খুব তাড়াতাড়ি ভাঙতে চলছেন। হয়তো আগামী বছর সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন। সম্পূর্ণ মাটির মানুষ অরিজিৎ সিং (Arijit Singh) সম্প্রতি কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে শো করেছেন। অনেকেই হয়তো জানেন না, সেই শোগুলির জন্য নিজে একটি টাকাও নেননি। সবটাই দান করেছেন শিশুদের হাসপাতাল তৈরির জন্য। আজকের দিনে একজন পেশাদার গায়ক হিসেবে তিনি সত্যি অন্যন। কিন্তু কিশোর কুমারকে(Kishore Kumar) পিছনে ফেলে কোন ক্ষেত্রে এগিয়ে চলেছেন বাংলার গর্ব অরিজিৎ ? কোন রেকর্ড ভাঙবেন তিনি ?

বলিউডে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো গুলির মধ্যে অন্যতম ফিল্মফেয়ার। এবছর ৬৮ তম ফিল্মফেয়ার অনুষ্ঠিত হল। যার মূল সঞ্চালক ছিলেন ‘ভাইজান’ সলমান খান। মুম্বাইয়ের জিও কনভেন্সনাল সেন্টারে বসেছিল ফিল্মফেয়ারের আসর। সেখানে এবছর বাঙালিদের জয়জয়কার। সেরা গায়কের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং। গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য ‘কেশোরিয়া’ গান গেয়েছিলেন তিনি। গানটি যেমন ব্যাপক হিট, তেমনি বছরের সেরা গান হিসেবেও নির্বাচিত হয়। আর সেই গানের জন্য সেরা গায়ক ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন অরিজিৎ সিং। তাঁর এই জয়ে খুব খুশি বাংলার শিল্পীমহল। অনেকের মতে, এটা বাংলার জয়।

সেরা গায়কের ফিল্ম ফেয়ার পুরস্কারের মাধ্যমে কিশোর কুমারের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত সেরা গায়ক হিসেবে আটবার ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন কিশোর কুমার। সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর একটি পেলে সেই রেকর্ড ভেঙে ফেলবেন অরিজিৎ সিং। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা।

READ MORE: ছোট পর্দার রামের মেয়ে কোন নায়িকার থেকে কম যান না, দেখলে চোখ ফেরাতে পারবেন না  

এবছর ফিল্মফেয়ারে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সেরা অভিনেত্রী আলিয়া ভাট। গাঙ্গুবাইয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেতা রাজকুমার রাও। ছবির নাম ‘বাধাই দো’। এবছরের সেরা পরিচালক সঞ্জয় লীলা বানশালী। গাঙ্গুবাই ছবির জন্য তাঁকে এই সম্মান। সেরা ফিল্মে ক্রিটিক চয়েস ছিল ‘বাধাই দো’। ক্রিটিকদের বিচারে সেরা অভিনেতা সঞ্জয় মিশ্রা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.