মহাভারত বা রামায়ণ, টিভিতে একাধিকবার সিরিয়াল হিসেবে উপস্থাপিত হয়েছে। বড় পর্দাও পিছিয়ে নেয়। বহুদিন আগেই রামায়ণ সিনেমা হয়েছে। দক্ষিণী সিনেমাতে মহাভারত কিছুদিন আগেই রিলিজ হয়েছিল। ফের মহাকাব্য রামায়ণ সিনেমা হিসেবে বড় পর্দায় আসতে চলেছে। নাম দেওয়া হয়েছে ‘আদি পুরুষ’। যদিও এই সিনেমা রিলিজের আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে। অনেক দিন ধরেই খবর রটেছে, ‘মহাভারত’ বিরাট ক্যানভাসে নিয়ে আসছেন পরিচালক রাজামৌলি। তবে এখনো শ্যুটিং শুরু হয়নি। বাংলায় রামায়ণ বা মহাভারত নিয়ে তেমন কাজ হয়নি। অনেক আগে ডিডি বাংলায় ‘দ্রোপদী’ নামে একটি সিরিয়াল হয়েছিল। নাম ভূমিকায় ছিলেন রূপা গাঙ্গুলি। নেটিজেনদের ইচ্ছা যদি বাংলায় ‘মহাভারত’ বানানো হয়, তাহলে কাকে কোন চরিত্রে দেখা যেতে পারে। AI প্রযুক্তির ব্যবহারে পৌরাণিক চরিত্র গুলিকে রূপ দেওয়া হয়েছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। দেখুন মহাকাব্যের কোন চরিত্রে কাকে চাইছেন নেট নাগরিকরা।
No comments:
please do not enter any spam link in the comment box