গ্লামার জগতে রাজনীতি। এটা খুবই সাধারণ ব্যাপার। যেখানে যশ ও অর্থ দুটোই জড়িত থাকে, সেখানে রাজনীতি সাধারণ ব্যাপার। যার শিকার হয়ে অকালে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ধোনি ছবিতে তাঁরই দিদির ভূমিকায় অভিনয় করেন ভূমিকা চাওলা। ভূমিকা চাওলা সম্পর্কে আলাদা করে ভূমিকা দেওয়ার প্রয়োজন পড়ে না। ‘তেরে নাম’ ছবির শান্ত, মিষ্টি নায়িকার কেরিয়ার মোটেই আশানুরূপ হয়নি। ‘তেরে নাম’ তাকে যে সাফল্য দিয়েছিল, কেরিয়ারে সেই ধারা বজায় রাখতে পারেননি। কিন্তু কেন ? নিজেই জানিয়েছেন, তেরে নাম-এর পর বড় বড় সিনেমার অফার তাঁর কাছে এসেছিল। কিন্তু কোথাও রাজনীতি, কোথাও নিয়তি। এই দুই কারণে তিনি ধীরে ধীরে হারিয়ে যান। সাউথের ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করেছেন। তাই জীবন বা কেরিয়ার নিয়ে আলাদা করে কোন আক্ষেপ তাঁর নেই। বহুদিন দিন পর ফের তিনি হিন্দি সিনেমাতে। সলমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’-এ ফের দেখা গিয়েছে ভূমিকা চাওলাকে। একটি সাক্ষাৎকারে কেরিয়ারের ব্যর্থতা নিয়ে ঝাঁপি খুলেছেন তিনি।
তেরে নাম হিট হওয়ার পর অনেক সিনেমার অফার এসেছিল। তার মধ্যে ‘জব ইউ মেট’ অন্যতম। তখন নায়ক ঠিক হয়েছিলেন ববি দেওল। কিন্তু নানা কারণ বশত ছবির কাজ পিছিয়ে যেতে থাকে। পরে অন্য প্রোডাকশন হাউস ছবিটি করার সিদ্ধান্ত নেয়। নায়ক ঠিক হন শাহিদ কাপুর। তখন করিনা কাপুরের সঙ্গে প্রেম চলছে শাহিদের। তাই করিনা চাননি, অন্য কোন নায়িকা অভিনয় করুক। তাঁর চাপেই ভূমিকাকে বাদ দিয়ে দেয় প্রযোজকরা। ভূমিকা চাওলা জানিয়েছেন, ছবিটি তিনি সাইন করে ফেলেছিলেন। তারপরও তাঁকে বাদ দিয়ে করিনা কাপুরকে নেওয়া হয়।
দুঃখ প্রকাশ করে ভূমিকা জানিয়েছেন, জব ইউ মেট যদি তিনি করতেন, তাহলে কেরিয়ার আরও ভালো হতে পারত। শেষ পর্যন্ত তা হয়নি। ধীরে ধীরে তলিয়ে গেলেন তিনি। তিনি আরও জানান, এরপরও আরও একটি ছবি সাইন করেছিলেন। সেটাও শেষ পর্যন্ত হয়নি। আর যে সব ছবি তিনি সাইন করেননি। সেইগুলি এমনিতেই চলেনি। সবটাই জুয়া খেলার মতো। ‘মুন্নাভাই এমবিবিএস’ চুক্তি সাইন করে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। ‘জব উই মেট’ করিনা কাপুরের কেরিয়ারে একটি বড় উত্থান ছিল। অন্যদিকে, ভূমিকা চাওলা দক্ষিণের দিকে মন দিয়েছিলেন।
No comments:
please do not enter any spam link in the comment box