সকাল সকাল ধাক্কা খেলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। গুগল থেকে মেইল করে জানানো হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে তাঁর ইউটিউব (Youtube) চ্যানেল। কিন্তু কেন ? কী ভুল করেছিলেন গায়িকা ? আসলে কোথায় ভুল হয়েছিল, তা নিজেও জানেন না তিনি। শুধু মনখারাপের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। ইউটিউবের এই কাণ্ডে ভীষণ ক্ষুব্ধ তিনি। এমনটা হবে কোনদিন আশা করেননি। নিজের চ্যানেল। খরচা করে গানের ভিডিও বানিয়ে আপ্লোড করেন। সেখানে ভুল কোথায় হল ? বুঝে উঠতে পারছেন না ইমন চক্রবর্তী। খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। অনেকে বলেছেন, অবিলম্বে ইউটিউবকে মেইল করতে। ২৪ ঘন্টার মধ্যে চ্যানেল ফিরে পেয়ে যাবেন। অবশ্য গায়িকার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়। দৃশ্যত হতাশ তিনি।
কোথায় ভুল হয়
ফেসবুকে ইমন চক্রবর্তী (Iman Chakraborty) লিখেছেন, “আজ সকালে ইউটিউবের তরফে একটি মেইল পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেল সরিয়ে দেওয়া হয়েছে। আমার কোন ধারনা নেই, আমি কী ভুল করেছি। আমি কোন নিয়ম ভেঙেছি কিনা। আমরা এত টাকা, সময় খরচ করি এর পিছনে। তারপর যদি মেইল করে জানানো হয়, সেটা আর নেই। তাহলে আর কিছু বলার নেই। ভয়াবহ ঘটনা। খুব দুঃখজনক”। এরপর অনেকে কমেন্টে লিখেছেন, কপি রাইটের বিষয়টা দেখুন। ভুলটা এখানেই করেছেন ইমন চক্রবর্তী। তাঁর চ্যানেলে নিশ্চয় কপিরাইট ক্লেইম এসেছিল। তিনি সেটা লক্ষ্য করেননি। অবশ্য এখন বিনা নোটিসেই চ্যানেল ডিলিট করে দেয় ইউটিউব। আবার কখনো চ্যানেল হ্যাক হলে সেটা ডিলিট হতে পারে।READ MORE: গাড়ির ভিতর মদন মিত্রের হাতে হাত, লজ্জায় রাঙা মধুমিতা সরকার
ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) ক্ষেত্রে কোনটা ঘটেছিল স্পষ্ট নয়। তাঁর পাশে দাঁড়িয়ে অনেকে লিখেছেন, ইউটিউব (Youtube) এখন যা খুশি তাই করে। অনেক সময় নিজের গানের জন্যও কপিরাইট দিতে পারে। কেউ লিখেছেন, আপনার চ্যানেল হ্যাক হয়েছিল সম্ভবত। কেউ কেউ কীভাবে ইউটিউবকে মেইল করতে হয়, তা জানিয়েছেন। তবে ইমন চক্রবর্তী এখন কীভাবে এগোবেন, তা জানাননি। নতুন চ্যানেল খুলবেন, নাকি পুরনো ফিরে পাওয়ার চেষ্টা করবেন ? কিছুই জানাননি।
সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে তাঁর গাওয়া পাখিদের স্মৃতি গানটি খুব জনপ্রিয় হয়েছে।
ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) ক্ষেত্রে কোনটা ঘটেছিল স্পষ্ট নয়। তাঁর পাশে দাঁড়িয়ে অনেকে লিখেছেন, ইউটিউব (Youtube) এখন যা খুশি তাই করে। অনেক সময় নিজের গানের জন্যও কপিরাইট দিতে পারে। কেউ লিখেছেন, আপনার চ্যানেল হ্যাক হয়েছিল সম্ভবত। কেউ কেউ কীভাবে ইউটিউবকে মেইল করতে হয়, তা জানিয়েছেন। তবে ইমন চক্রবর্তী এখন কীভাবে এগোবেন, তা জানাননি। নতুন চ্যানেল খুলবেন, নাকি পুরনো ফিরে পাওয়ার চেষ্টা করবেন ? কিছুই জানাননি।
সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে তাঁর গাওয়া পাখিদের স্মৃতি গানটি খুব জনপ্রিয় হয়েছে।

No comments:
please do not enter any spam link in the comment box