Short tempered Jaya Bachchan: কেন এতো বদমেজাজি জয়া বচ্চন ? উত্তর দিলেন নিজেই

অভিনেতা-অভিনেত্রী দেখলেই ভক্তরা মোবাইলে ছবি তুলতে পচ্ছন্দ করেন। এখন সবার হাতে স্মার্ট ফোন। কোন কোন অভিনেতা নিজে এগিয়ে এসে হাসি মুখে পোজ দেন, সেলফি তোলেন। ভক্তদের আবদার মেটান। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) সবার থেকে আলাদা। কোন ব্যক্তি যদি তাঁর ভুল করে ছবি তোলেন, তাহলে তেলে বেগুনে জ্বলে ওঠেন। কখনও কখনও মোবাইল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন বচ্চন ঘরণী। মাঝে মাঝেই সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়ান। কেন জিজ্ঞাসা না করে ছবি তুলেছেন ? ধেয়ে আসে প্রশ্ন। শুধু ছবি তোলা নিয়ে নয়। সমাজবাদী পার্টির সাংসদ তিনি। সংসদে বিভিন্ন ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় জয়া বচ্চনকে। বয়স যতই বাড়ছে, রাগ বাড়ছে পাল্লা দিয়ে। কেন জয়া বচ্চনের এত গুসসা ?

কী জানালেন জয়া বচ্চন ?

বচ্চন গৃহিনী আসলে যে ভীষণ মুডি, সেটা তিনি নিজেও স্বীকার করেন। অনেক পুরনো একটিও সাক্ষাৎকারে জয়া (Jaya Bachchan) বলেছিলেন, “কেউ যদি আমার সামনে ভুল কিছু করে, আমি চুপ করে বসে থাকতে পারি না। উত্তর আমি দেবই। তাতে কারও রাগ হতে পারে, আমার কিছু যাই আসে না। প্ল্যান করে আমি চলি না। কোন কিছু বলার হলে সামনা সামনি বলব, সামনা সামনি করব”। এখানেই থামেননি পর্দার ‘গুড্ডি’। তিনি আরও বলেন, ‘আপনার কাছ থেকে যদি আমার কিছু শেখার থাকে, তাহলে আমি অবশ্যই শিখব। তখন আমাকে আর বদমেজাজি মনে হবে না আপনার। কিন্তু কারো বোকামির জন্য আমার সময় নেই। কেউ আমার মূল্যবান সময় নষ্ট করবে, তা আমি মেনে নেব না’। তিনি যে আদপে বদমেজাজি তা স্বীকার করে নিয়েছেন।

শুধু বাইরে নয়, বাড়িতেও তাঁর ভয়ে সবাই থরহরি কম্প। অমিতাভ বচ্চন নিজেও স্ত্রীকে সমঝে চলেন। মায়ের রাগ নিয়ে মুখ খুলেছেন মেয়ে শ্বেতা। তাঁর কথায়, “না বলে ছবি তোলাটা একদম পচ্ছন্দ করেন না মা। খুব ভিড়ে মায়ের দমবন্ধ লাগে। তাই আসেপাশে মানুষের বেশি জমায়েত দেখলে রেগে যান”। স্বামী অমিতাভ বচ্চন তাঁকে প্রতিক্রিয়াশীল বলেন। তবে সে সবে কান দেন না তিনি। ভীষণ স্বাধীন চেতা মানসিকতার জয়া বচ্চন (Jaya Bachchan)। কে কি বলল তা ভেবে বসে থাকেন না।

২০১৩ সালে ঋতুপর্ণ ঘোষের হিন্দি-বাংলা ছবি ‘সানগ্লাস’-এ অভিনয় করেছিলেন। ২০১৬ তে ‘কি অ্যান্ড কা’ তে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন। তারপর থেকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে চলতি বছরে ‘রকি ওর রানি কি প্রেম কাহিনী’তে দেখা যাবে জয়া বচ্চনকে। এই ছবিতে জয়া বচ্চন ছাড়া অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, রণবীর সিং এবং আলিয়া ভাট।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.