'Om Shanti Om' and 'Anupamaa' actor Nitesh Pandey dies: বিনোদন জগতে কালো দিন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরুখের সহ-অভিনেতা

হিন্দি বিনোদন জগতে একের পর এক ধাক্কা। মাত্র তিনদিনে পরপর তিনজন অভিনেতা পৃথিবী থেকে বিদায় নিলেন। সদ্য পাওয়া খবর অনুযায়ী, অভিনেতা নীতেশ পান্ডে (Nitesh Pandey) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বয়স হয়েছিল ৫১। বর্তমানে তিনি ‘অনুপমা’ সিরিয়ালে ধীরজ কুমারের ভূমিকায় অভিনয় করছিলেন। যদিও তিনি সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য গতকাল তিনি নাসিক গিয়েছিলেন। সেখানেই রাত ২ টো নাগাদ তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পাওয়া যায়নি।

খবরটি মিডিয়াকে জানিয়েছেন নীতেশের শ্যালক প্রযোজক সিদ্ধার্থ নাগের। তিনি জানান, “গভীর রাতে ঘটনাটি ঘটে। আমরা কেউ তাঁর কাছে ছিলাম না। দিদি অর্পিতা পাণ্ডে খবরটি শোনার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন। কীভাবে তাঁকে সামলাবো জানি না। নীতেশের বাবা নাসিকের দিকে রওনা হয়েছেন। বিকেলের মধ্যে তিনি ছেলের দেহ নিয়ে ফিরবেন”।

নীতেশ পাণ্ডেকে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের (shah rukh khan) সহকারী হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়া, খোসলা কা ঘোসলা, দাবাং ২ ইত্যাদি সিনেমায় দেখা গিয়েছে। পাশাপাশি, সিরিয়ালে ছিলেন নিয়মিত মুখ। বর্তমানে ‘অনুপমা’র পাশাপাশি ‘ইন্ডিয়াওলি মা’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। নীতেশ প্রথম বিয়ে করেন অভিনেত্রী অশ্বিনী কালসেকরকে। বিয়ে ভেঙে যাওয়ার পর ২০০৩ সালে অর্পিতা নাগেরকে বিয়ে করেন। তাঁর অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Nitesh Pandey filmography


১৯৯৫- বাজি

২০০২- মেরি ইয়ার কী শাদি হ্যায়

২০০৫-সিনস

২০০৬- খোসলা কা ঘোসলা

২০০৭- ওম শান্তি ওম

২০১২- দাবাং ২

২০১৩- মিকি ভাইরাস

২০১৪- শাদি কি সাইড এফেক্ট

২০১৫- হান্টার

২০১৬- মাদারি

২০১৭- রঙ্গুন

২০২২- বাধাই দো

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.