vaibhavi upadhyaya accident: বিনোদন জগতে ফের শোকের ছায়া, খাদে পড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু অভিনেত্রীর
মাত্র একদিন আগেই রহস্যজনকভাবে মারা যান তরুণ অভিনেতা আদিত্য সিং রাজপুত। মঙ্গলবার তাঁর অন্ত্যোষ্টি হয়। সেই নিয়ে শোক কাটিয়ে ওঠার আগেই ফের মৃত্যু। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (vaibhavi upadhyaya accident)। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়াল থেকে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। এখনও অনেক কিছু করার বাকি ছিল। তার আগেই মাত্র ৩২ বছর বয়সে চলে গেলেন তিনি। জানা গিয়েছে, চণ্ডীগড়ের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। পাহাড়ে গাড়ি মোড় ঘোরার সময় উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। যাঁর সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া সোশ্যাল সাইটে বৈভবীর মৃত্যু খবর প্রথম জানান।
ট্যুইট করে মাজেঠিয়া জানান, “আমরা একসঙ্গে কাজ করেছিলাম। ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। আমি খবরটা শুনে স্তম্ভিত। যদিও উনি নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা পাননি। প্রাণ শক্তিতে ভরপুর একটি মানুষ। আমার কাছের মানুষ। আমার স্মৃতিতে বৈভবী চিরদিন সারাভাইয়ের জ্যাসমিন হয়েই থাকবেন। সত্যি জীবন বড় অনিশ্চিত”। অভিনেত্রীর মৃত্যুর খবর শুনে চণ্ডীগড় রওনা হয়ে গিয়েছেন তাঁর ভাই। দেহ মুম্বাইয়ে আনা হবে। গাড়িটি পাহাড়ি রাস্তায় ব্যাঁক নেওয়ার সময় উল্টে খাদে পড়ে যায়। গাড়িতে বৈভবীর হবু স্বামীও ছিলেন।
বৈভবীকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন-২ তে দেখা গিয়েছিল। এছাড়াও আরও অনেক সিরিয়াল করেছিলেন। আদালত, সিআইডি, ক্যায় কসুর হ্যায় আমলা কা ইত্যাদি। ২০২০ সালে দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’ ছবিতে একটি কেমিও রোল করেন। শোনা গিয়েছে, এদিন সকাল ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ট্যুইট করে মাজেঠিয়া জানান, “আমরা একসঙ্গে কাজ করেছিলাম। ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। আমি খবরটা শুনে স্তম্ভিত। যদিও উনি নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা পাননি। প্রাণ শক্তিতে ভরপুর একটি মানুষ। আমার কাছের মানুষ। আমার স্মৃতিতে বৈভবী চিরদিন সারাভাইয়ের জ্যাসমিন হয়েই থাকবেন। সত্যি জীবন বড় অনিশ্চিত”। অভিনেত্রীর মৃত্যুর খবর শুনে চণ্ডীগড় রওনা হয়ে গিয়েছেন তাঁর ভাই। দেহ মুম্বাইয়ে আনা হবে। গাড়িটি পাহাড়ি রাস্তায় ব্যাঁক নেওয়ার সময় উল্টে খাদে পড়ে যায়। গাড়িতে বৈভবীর হবু স্বামীও ছিলেন।
বৈভবীকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজন-২ তে দেখা গিয়েছিল। এছাড়াও আরও অনেক সিরিয়াল করেছিলেন। আদালত, সিআইডি, ক্যায় কসুর হ্যায় আমলা কা ইত্যাদি। ২০২০ সালে দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’ ছবিতে একটি কেমিও রোল করেন। শোনা গিয়েছে, এদিন সকাল ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
No comments:
please do not enter any spam link in the comment box