Bangladeshi actress Shirin shila: কথার অজুহাতে জড়িয়ে ধরে চুমু ! যুবকের কাণ্ডে হতবাক অভিনেত্রী, দেখুন ভিডিও
কখনো সেলফি, কখনো পাশে দাঁড়িয়ে ফটো তোলা, আবার হাত মেলানো। ভক্তদের নানা ধরণের আবদার মানতে হয় তারকাদের। এটা নতুন কথা কিছু নয়। কিন্তু ‘ভালোবাসার অত্যাচার’ মাঝে মাঝে সীমা ছাড়িয়ে যায়। পা জড়িয়ে প্রণাম করা বা জোর করে জড়িয়ে ধরা ইত্যাদি তো চলে। বিরক্ত হয়ে ভক্তদের সরিয়ে দিতে হয়। বলিউডের তারকাদের মাইনে করা বডি গার্ড থাকেন। তাঁদের ডেঙিয়ে প্রিয় তারকাদের কাছে পৌঁছানো কঠিন। কিন্তু বাংলাদেশী অভিনেত্রী শিরিন শিলার সঙ্গে সে সব কিছু ছিল না। ভক্ত সেজে তারই ফায়দা নিল এক যুবক। হাত মেলাতে এসে শালীনতার সীমা ছাড়িয়ে গেল সে। অনভিপ্রেত ঘটনায় হতবাক নায়িকা শিরিন শিলা (Bangladeshi actress Shirin shila) ।
ভক্তের আবদার রাখতে তাঁর সঙ্গে কথা বলছিলেন। আর সেই কথা বলাই কাল হল। মোকা বুঝে শালীনতার সীমা ছাড়াল সেই যুবক। অভিনেত্রী শিরিন শীলাকে জড়িয়ে ধরে চুমু খেল সে। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচণ্ড রেগে যান অভিনেত্রী। চুপ করে থাকেননি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। ক্যামেরার সামনে সেই যুবককে দাঁড় করিয়ে কৈফিয়ত চান তিনি। ভাইরাল ভিডিও ফেসবুকে নিজে শেয়ার করেছেন ওই অভিনেত্রী। নীচে লিখেছেন, এ কেমন ভালোবাসা ? ভিডিওতে দেখা যায়, ওই যুবক পাগল সেজে ছিলেন। শ্যুটিংয়ের ফাঁকে তাকে ডেকে খাবারের টাকা দেন শিরিন। তখন সেই যুবক বলে, অভিনেত্রীর সঙ্গে বসে খেতে চায়। তাঁর সঙ্গে থাকতে চায়। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক অভিনেত্রীকে জড়িয়ে ধরে। তখনও বাধা দেননি অভিনেত্রী। এর সোজা চুমু খাওয়ার চেষ্টা করে।
চুমু খাওয়ার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে নেয় অন্যরা। ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন শিরিন। পরে আর একটি ভিডিও দিয়ে অভিনেত্রী লিখেছেন, পাগল সেজে কতবড় নাটক করল লুচ্চা প্রতারক। জানা গিয়েছে, ওই যুবকের নাম মাসুদ রানা। ভিডিওতে দেখা যায়, শিরিনের পা ধরে ক্ষমা চাইছে সে। পরে কান ধরেও ওঠোবোস করে। বিষয়টি এখানেই শেষ করে নিজের কাজে ফিরে যান অভিনেত্রী শিরিন শিলা।
ভক্তের আবদার রাখতে তাঁর সঙ্গে কথা বলছিলেন। আর সেই কথা বলাই কাল হল। মোকা বুঝে শালীনতার সীমা ছাড়াল সেই যুবক। অভিনেত্রী শিরিন শীলাকে জড়িয়ে ধরে চুমু খেল সে। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচণ্ড রেগে যান অভিনেত্রী। চুপ করে থাকেননি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। ক্যামেরার সামনে সেই যুবককে দাঁড় করিয়ে কৈফিয়ত চান তিনি। ভাইরাল ভিডিও ফেসবুকে নিজে শেয়ার করেছেন ওই অভিনেত্রী। নীচে লিখেছেন, এ কেমন ভালোবাসা ? ভিডিওতে দেখা যায়, ওই যুবক পাগল সেজে ছিলেন। শ্যুটিংয়ের ফাঁকে তাকে ডেকে খাবারের টাকা দেন শিরিন। তখন সেই যুবক বলে, অভিনেত্রীর সঙ্গে বসে খেতে চায়। তাঁর সঙ্গে থাকতে চায়। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক অভিনেত্রীকে জড়িয়ে ধরে। তখনও বাধা দেননি অভিনেত্রী। এর সোজা চুমু খাওয়ার চেষ্টা করে।
চুমু খাওয়ার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে নেয় অন্যরা। ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন শিরিন। পরে আর একটি ভিডিও দিয়ে অভিনেত্রী লিখেছেন, পাগল সেজে কতবড় নাটক করল লুচ্চা প্রতারক। জানা গিয়েছে, ওই যুবকের নাম মাসুদ রানা। ভিডিওতে দেখা যায়, শিরিনের পা ধরে ক্ষমা চাইছে সে। পরে কান ধরেও ওঠোবোস করে। বিষয়টি এখানেই শেষ করে নিজের কাজে ফিরে যান অভিনেত্রী শিরিন শিলা।
No comments:
please do not enter any spam link in the comment box