tina turner today: হোটেল গায়িকা থেকে হয়েছিলেন মার্কিন টপার সিঙ্গার, মারা গেলেন rock ‘n’ roll- এর রানি tina turner

tina turner: ৮৩ বছর বয়সে প্রয়াত মার্কিন বংশোদ্ভূত গায়িকা Tina turner। সুইজারল্যান্ডের জুরিখের কাছে কুসনাখে নিজের বাড়িতে দীর্ঘ অসুস্থতার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে ঠিক কোন অসুখে তাঁর মৃত্যু তা স্পষ্ট নয়। তাঁর টিমের তরফেও কিছু জানানো হয়নি। tina turner যেমন একাধারে গায়িকা, লেখিকা, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। নিজের গান লিখে সুর করতেন। তাঁকে আমেরিকার rock ‘n’ roll queen বলা হত। জানা গিয়েছে, কিছুদিন আগেই তাঁর স্ট্রোক হয়েছিল। তার উপর দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর cancer ধরা পড়ে। এই রকম একাধিক সমস্যায় তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। আবার নতুন করে হাঁটতে শিখছিলেন। তবু লড়াই জারি রেখেছিলেন। কিন্তু ২৪ মে তাঁর দীর্ঘ দিনের সঙ্গীতময় জীবনের অবসান হল।

১৯৩৯ সালের ২৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউনভিলেতে জন্ম হয় Tina turner-এর। কেরিয়ার শুরু করেন ১৯৫০-এর দশকে। কিছুদিনের মধ্যেই তিনি এম টিভি সেনশেসন হয়ে ওঠেন। তাঁর চার্ট টপিং গান ছিল "What's Love Got to Do with It"। এই গানে তিনি প্রেমকে সেকেন্ড হ্যান্ড ইমোশন বলেছেন। তাঁর এই গান এখনও সমান জনপ্রিয়। জোরালো কণ্ঠ, অফুরন্ত ইনাজি আর শক্তিশালী stage performance- এর জন্য হয়ে উঠেছিলেন "Queen of Rock 'n' Roll"। দক্ষিণ আমেরিকায় রিও ডি জেনেরিওতে তাঁর একটি শো তে প্রায় ২ লক্ষ মানুষ এসেছিলেন গান শুনতে। এটা যে কোন গায়ক-গায়িকার কাছে বিরাট ব্যাপার। এত ভিড় খুব কম গায়িকার অনুষ্ঠানে হয়েছে।

১৯৮৩ সাল পর্যন্ত tina turner মূলত হোটেল গায়িকা ছিলেন। হোটেলে রাতের পর রাত গান গেয়ে উপার্জন করতেন। এরপর ভাগ্য পাল্টে যায়। ১৯৮৩-তে তিনি প্রথম private album বের করেন। নাম ছিল – lets stay together। গান রাতারাতি হিট হয়। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গিটারিস্ট স্বামী ইকের সঙ্গে তিনি একাধিক গান গেয়েছেন। যার মধ্যে ‘tina turner proud mary’ব্যাপক হিট হয়। তবে মারধর করতেন স্বামী। মাঝে মাঝে শরীরে কালশিটে দাগ নিয়ে হাসপাতালে ভর্তি হতেন টিনা। তবুও গান থামেনি। আটবার গ্রামি পুরস্কার জিতেছিলেন। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফ্রেমে একক গায়িকা হিসেবে অন্তর্ভুক্ত হয় Tina turner- এর নাম।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.