Bengali star Chiranjeet v/s Mithun Chakraborty: Mithun Chakraborty মৃতপ্রায় স্টার, আর চলে না, কেন বলছেন chiranjeet ?
Bangla cinema star Chiranjeet attack Mithun Chakraborty: সিনেমা জগতে রেষারেষি খুব সাধারণ ঘটনা। মুখে বন্ধু বললেও সুযোগ পেলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। Mithun Chakraborty এবং Chiranjeet-এর বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছে। যার মধ্যে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ ছিল সুপারহিট। কিন্তু এখন সেই বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়িয়েছে politics। দীর্ঘদিন ধরে TMC-এর বিধায়ক Chiranjeet। নিজের স্বচ্ছ ইমেজ বজায় রেখেছেন। আর তার জোরেই বারবার জেতেন। এদিকে Mithun Chakraborty এখন BJP- র নেতা। TMC তিনি অনেকদিন আগেই ছেড়েছেন। একসময় শাসক দলের রাজ্যসভার MP ছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজনীতির অনেক ঘটনাপ্রবাহ পেরিয়ে Mithun Chakraborty এখন BJP তে। আর তাই গত Kolkata international film festival-এ আমন্ত্রণ পাননি তিনি। সে ব্যাপারে Chiranjeet-এর সাফাই ছিল, ‘আপনি যদি দিনরাত আমাকে গালিগালাজ করেন, তাহলে আমার মেয়ের বিয়েতে নিশ্চয় আপনাকে ডাকব না’। Bangla cinema-এর অভিনেতার এমন অদ্ভূত যুক্তি শুনে অনেকেই প্রতিবাদ করেছিলেন। কিন্তু ফের একবার Chiranjeet Chakraborty বুঝিয়ে দিলেন মিঠুন বিরোধিতায় তিনি এক পা পিছিয়ে যাননি।
তিনি আরও বলেন, Dev মিঠুনকে নেওয়া মানে, মিঠুনের নামে এক লক্ষ পোস্টার পড়ছে। লোকে হাততালি দিচ্ছে। মিঠুন মৃতপ্রায় স্টার। তাকে জীবন্ত করছি আমি। খরচ হচ্ছে দেবের। অথচ প্রচার পাচ্ছে BJP। নীতিগত দিক থেকে এটা হওয়া উচিত নয়। এর বিরুদ্ধে আমি কথা বলব। সকালে TMC কে গালিগালাজ করছে। আর রাতে এসে আমার বাড়িতে মাংস ভাত খাচ্ছে, এটা ঠিক নয়। অনুপম খের নিশ্চয় আমাকে ডেকে কাজ দেবেন না বা দেবকে হিরো করবে না। এটা হওয়া উচিত নয়।
অনেকের প্রশ্ন, নীতির কথা বলে chiranjeet কী আসলে Mithun Chakraborty -এর কাজ বন্ধ করতে চাইছেন। মিঠুন দীর্ঘদিন বাংলায় কাজ করেননি। এমনকি কলকাতায় পা পর্যন্ত রাখেননি। তাতে বাংলা সিনেমার কোন লাভ হয়েছে কী ? এখানে রাজনীতি বড় ? সিনেমা নয় ? এমনিতেই বাংলা সিনেমার বেহাল দশা। ছবি চলে না। হল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে একজন ‘মৃতপ্রায় স্টার’ এসে যদি বাংলা সিনেমাকে বাঁচিয়ে দেন, তাতে মন্দ কী ?
Mithun Chakraborty আর চলে না
কিছুদিন আগেই Mithun Chakraborty এবং Dev-এর ‘প্রজাপতি’ রিলিজ করেছে। এই সিনেমায় অভিনয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কম আক্রমণ হয়নি। তবে সব কিছুকে ছাপিয়ে গেলেন Chiranjeet। ZEE News-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, Mithun Chakraborty আর চলে না। উনি মৃতপ্রায় স্টার। আমি হলে কোনদিন সুযোগ দিতাম না। কেন এমন বলছেন তিনি ? Chiranjeet জানিয়েছেন, মিঠুন বিরোধী দল করেন। তাঁকে সিনেমায় সুযোগ দিয়ে আরও বেশি পাবলিসিটি দেওয়া হল। টাকা গেল DEV- এর। অথচ, বেকার প্রচার পেলেন Mithun Chakraborty। এটা হওয়া উচিত নয়। আর তাছাড়া Mithun Chakraborty এখন মৃতপ্রায় স্টার। তাঁকে নিয়ে সিনেমা বানিয়ে খুব একটা লাভ নেই।তিনি আরও বলেন, Dev মিঠুনকে নেওয়া মানে, মিঠুনের নামে এক লক্ষ পোস্টার পড়ছে। লোকে হাততালি দিচ্ছে। মিঠুন মৃতপ্রায় স্টার। তাকে জীবন্ত করছি আমি। খরচ হচ্ছে দেবের। অথচ প্রচার পাচ্ছে BJP। নীতিগত দিক থেকে এটা হওয়া উচিত নয়। এর বিরুদ্ধে আমি কথা বলব। সকালে TMC কে গালিগালাজ করছে। আর রাতে এসে আমার বাড়িতে মাংস ভাত খাচ্ছে, এটা ঠিক নয়। অনুপম খের নিশ্চয় আমাকে ডেকে কাজ দেবেন না বা দেবকে হিরো করবে না। এটা হওয়া উচিত নয়।
অনেকের প্রশ্ন, নীতির কথা বলে chiranjeet কী আসলে Mithun Chakraborty -এর কাজ বন্ধ করতে চাইছেন। মিঠুন দীর্ঘদিন বাংলায় কাজ করেননি। এমনকি কলকাতায় পা পর্যন্ত রাখেননি। তাতে বাংলা সিনেমার কোন লাভ হয়েছে কী ? এখানে রাজনীতি বড় ? সিনেমা নয় ? এমনিতেই বাংলা সিনেমার বেহাল দশা। ছবি চলে না। হল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে একজন ‘মৃতপ্রায় স্টার’ এসে যদি বাংলা সিনেমাকে বাঁচিয়ে দেন, তাতে মন্দ কী ?
No comments:
please do not enter any spam link in the comment box