first Look Posters Of Karan Johar’s Rocky Aur Rani Ki Prem Kahani: প্রথম লুকে খালি বুকে কাঁপিয়ে দিলেন Ranbir singh , দেখুন

Rocky Aur Rani Ki Prem Kahani poster released: করণ জোহর তাঁর বহু প্রতিক্ষিত সিনেমা ‘rocky aur rani ki prem kahani’-এর পোস্টার রিলিজ করলেন। পোস্টার আহামরি কিছু না হলেও শুধু নিজের লুক দিয়ে কাঁপিয়ে দিলেন Ranveer singh । সানগ্লাস চোখে খালি বুকে তিনি এখন internet sensation। পরিচালক করণ জোহর দুটি ছবি পোস্ট করেছেন। আর তা দেখে রণবীরের মহিলা ভক্তরা একপ্রকার অজ্ঞান। কবে পর্দায় দেখা যাবে তাঁকে ? প্রশ্ন সবার। সে ব্যাপারে কোন সদুত্তর দেননি Karan Johar। শুধু পোস্টার রিলিজ করে বাজার গরম করছেন তিনি।

তবে এই প্রথম নয়। এর আগে একটি টিভি শোতে ‘রকি’ লুকে হাজির হয়েছিলেন রণবীর সিং। তখন Rocky Aur Rani Ki Prem Kahani সিনেমার শ্যুটিং চলছিল। তাঁকে দেখে অনেকের ‘Ramleela’ সিনেমার লুকের কথা মনে পড়েছে। কারও মতে লুচ্ছা লুকে খুব ভালো অভিব্যক্তি দিতে পারেন Ranveer singh আর এদিন পোস্টার দেখে নেট নাগরিকরা লিখেছেন, আর ওয়েট করতে পারছি না। আর একজন লিখেছেন, ট্রেলারের জন্য বসে আছি। অন্যজন লিখেছেন, কবে রণবীরকে হলে দেখব ?

Rocky Aur Rani Ki Prem Kahani ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চুরণি গাঙ্গুলি এবং শাবানা আজমি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.