Ashish Vidyarthi কে টেক্কা, ৭৪- দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে লক্ষ্মণ শেঠ, প্রীতিভোজ শীঘ্রই

‘মন চাইল, বুড়ো আমি ? তাতে কী হল ?’ বয়স যে কেবল মাত্র সংখ্যা, তা কয়েকদিন আগেই প্রমাণ করেছেন অভিনেতা ashish vidyarthi। ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। কিন্তু প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষ্মণ শেঠ সেই রেকর্ড ভেঙে দিলেন। ৭৪ বছর বয়সে দ্বিতীয়বার মালা বদল করলেন তিনি। পাত্রী কে ? কী নাম তাঁর ? সে তথ্য এখন গোপন রেখেন তিনি। আইনি বিয়ে হয়ে গিয়েছে। সামনে জমকালো করে প্রীতিভোজের অনুষ্ঠান।

এককালে পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। তমলুক থেকে ৩ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ছিলেন তিনবারের বিধায়ক। এখন অবশ্য সিপিআইএমের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। ২০১৪ সালে তাঁকে পার্টি থেকে বহিষ্কৃত করা হয়। এরপর ভারত নির্মাণ পার্টি নামে নিজের দল গঠন করেছিলেন। কিন্তু কোন প্রভাব ফেলতে পারেননি।


পরে বিজেপি হাত ধরে ছিলেন। সেখানে হালে খুব একটা পানি পাননি। যোগ দেন কংগ্রেসে। গত লোকসভা নির্বাচনে হাত চিহ্ন নিয়ে তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়। পরে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন। কিন্তু কোনও উত্তর আসেনি। তারপর থেকে রাজনৈতিকভাবে হারিয়ে যান লক্ষ্মণ শেঠ। আর তেমন চর্চায় ছিলেন না। তবে এবার দ্বিতীয়বার বিয়ে করে খবরের শিরোনামে উঠে এলেন।

লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী তমালিকা পাণ্ডা শেঠ। ১৯৭৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। ২০১৬ সালে মারা যান তমালিকা। তারপর থেকে একাই ছিলেন। কিন্তু এই বয়সে কী আর একাকীত্ব ভালো লাগে। তাই দ্বিতীয়বার বিয়ে করলেন। গত সপ্তাহে তাঁদের আইনি বিয়ে হয়েছে। ভোজটা পরে হবে। এই ব্যাপারে লক্ষ্মণ শেঠ জানান, বিয়ে করেছি। ব্যস! কাকে করেছি , কী করে জানাব ? নিজের এলাকায় রিসেপশন করব। তখন সব জানতে পারবেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.