Ashish Vidyarthi first wife: ৬০ বয়সে ফের নতুন করে ঘর বাঁধলেন অভিনেতা
Ashish Vidyarthi । জামাইষষ্ঠীর দিন রেজিস্ট্রি বিয়ে করলেন অসমের কন্যা রূপালী বড়ুয়াকে। দীর্ঘদিনের প্রেম গোপন রেখে হঠাৎ সবাইকে রীতিমতো চমকে দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে। তাঁদের একটি পুত্র সন্তান আছে। নাম অথ বিদ্যার্থী। কিছুদিন আগে সেই সংসার ভেঙে গিয়েছে। ছেলে এখন মায়ের কাছেই থাকেন। বাবার দ্বিতীয় বিয়ে নাকি তাঁর অমত ছিল না। যদিও বাবার বিয়ের আসরে তাঁকে দেখা যায়নি। আর কী বলছেন রাজশী বড়ুয়া। প্রাক্তন স্বামী ফের বিয়ে করায় তিনি খুব দুঃখ পেয়েছেন। সোশ্যাল সাইটে নিজের মনের কথা উজাড় করে দিয়েছেন।
ASHISH VIDYARTHI'S FIRST WIFE REACTS TO HIS SECOND MARRIAGE
কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্সটাগ্রামে পরপর পোস্ট লেখেন রাজশী। সেখানে জীবনের প্রতি তাঁর বর্তমান উপলব্ধি তুলে ধরেছেন। এই বয়সে এসে স্বামীর বিচ্ছেদ তিনি মানতে পারছেন না। প্রাক্তন স্বামীর বিয়ের খবরে তিনি যে কষ্টে আছেন, তার বুঝিয়ে রাজশী লিখেছেন, “তোমার কাছের মানুষ, কোনদিন জিজ্ঞাসা করবে না তোমার কাছে তার মূল্য কতটা বা কোনদিন এমন কোন কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও”। তিনি আরও লিখেছেন, “যাবতীয় ভাবনা ও সন্দেহ দূরে সরে গিয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্ট হয়ে উঠছে। জীবনে শান্তি আর স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে সব শুরু করতে হবে”। শেষে আরও সংযোজন, ‘জীবন নামের গোলক ধাঁধায় তুমি হারিয়ে যেও না’। রাজশীর লেখার মধ্যে কখনো কষ্ট, কোথাও আক্ষেপ দেখা গিয়েছে। আবার জীবন দর্শনের কথাও শোনা গিয়েছে।
ASHISH VIDYARTHI TALKS ABOUT HIS SECOND MARRIAGE
Ashish Vidyarthi দ্বিতীয় স্ত্রী রূপালী বড়ুয়া আদপে গুয়াহাটির বাসিন্দা। পেশায় ফ্যাশন ডিজাইনার। কলকাতায় তাঁর একটি স্টোর আছে। দ্বিতীয় বিয়ে নিয়ে মিডিয়ার কাছে অভিনেতা জানান, “জীবনের এই সময়ে দাঁড়িয়ে রূপালিকে বিয়ে এক অন্য অনুভূতি সৃষ্টি করছে। আমরা সকালে কোর্ট ম্যারেজ করেছি। সন্ধ্যায় একটা ছোট করে গেট-টুগেদার রেখেছি। আমাদের কিছুদন আগে দেখা হয়েছিল। তখন ঠিক করি এই সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। বিয়েতে বিরাট হইচই নয়, পারিবারিক হোক সেটাই দুজনে চেয়েছিলাম”।
No comments:
please do not enter any spam link in the comment box