karan johar lovelife: সোনার চামচ মুখে নিয়ে জন্ম। জীবনে সাফল্য এসেছে হেসে খেলে। বলতে গেলে বিন্দুমাত্র লড়াই করতে হয়নি। আজ নিজেকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাই বলে প্রেম কী সহজে মেলে ? প্রেমের ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। তাও ভালোবাসা মেলেনি। আজ সেই ভালোবাসা অন্য কারও স্ত্রী। মন থেকে চাইলেও আর তাঁর কাছে যাওয়া যায় না। কথা হচ্ছে বলিউডের স্বনাম ধন্য পরিচালক- প্রযোজক karan johar সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে তাঁকে সমকামী বলা হয়। নিজেও বিষয়টি নিয়ে ঠাট্টা করেন। কারণ, তাঁর মেয়ালি স্বভাব। আর এখানেই প্রেমের খেলায় মার খেয়ে গিয়েছেন তিনি। মেয়ালি স্বভাবের পুরুষ বলে তাঁর কী ভালবাসতে নেই ? নাকি প্রেমে পড়তে নেই ? তাঁর কী কোন মেয়েকে ভালো লাগতে পারে না ? স্কুলে পড়তে এক সহপাঠিনীর প্রেমে পাগল ছিলেন karan johar। চেয়েছিলেন, সেই মেয়ে তাঁর প্রথম ছবিতে অভিনয় করুন। কিন্তু সেই মেয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। কে সেই রহস্যময়ী ?
৫০-এর উপর বয়স হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিয়ে করেননি karan johar। সারোগেসির মাধ্যমে দুটি সন্তানের পিতা তিনি। ছেলের নাম রেখেছেন যশ (বাবার নামে )। আর মেয়ের নাম রুহি (মায়ের হিরু নাম একটু বদলে নিয়েছেন)। karan johar-এর মামা আর এক বিখ্যাত ফিল্মমেকার B.R.Chopra। মামাতো ভাই Uday এবং Aditya chopra। মুম্বাইয়ের গ্রিন লন্স হাইস্কুল থেকে পড়াশোনা করার পর বাণিজ্যিক শাখায় স্নাতক হন। এই স্কুলে তাঁর সহপাঠী ছিলেন রাজেশ খান্নার মেয়ে টুইংকেল খান্না। যার প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন তিনি। সেই ছোট থেকেই তাঁকে নিয়ে স্বপ্নের জাল বুনতেন। কিন্তু স্বপ্ন অচিরেই ভেঙে যায়।
Doordarshan-এ সিরিয়াল দিয়ে সিনেমা জীবন শুরু করেন করণ। আদিত্য চোপড়াকে Dilwale Dulhania le jayenge (1995) ছবিতে সহকারী হিসেবে সাহায্য করেন। ১৯৯৮ সালে নিজের প্রথম সিনেমা ডিরেক্ট করেন তিনি। Kuch Kuch Hota Hai। ছবিতে টিনার চরিত্রটি টুইংকেল খান্না করুন, চেয়েছিলেন karan johar। কিন্তু তিনি সরাসরি না বলে দেন। এই না -র অনেকগুলি অর্থ ছিল। শুধু সিনেমাতে না নয়। ঘুরিয়ে প্রেমেও না বলে দিয়েছিলেন। এই ‘না’তে মন থেকে খুব কষ্ট পেয়েছিলেন করণ জোহর। তারপর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, টুইংকেল অক্ষয় কুমারকে বিয়ে করে পুরোপুরি সংসারী হন।
৫০-এর উপর বয়স হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিয়ে করেননি karan johar। সারোগেসির মাধ্যমে দুটি সন্তানের পিতা তিনি। ছেলের নাম রেখেছেন যশ (বাবার নামে )। আর মেয়ের নাম রুহি (মায়ের হিরু নাম একটু বদলে নিয়েছেন)। karan johar-এর মামা আর এক বিখ্যাত ফিল্মমেকার B.R.Chopra। মামাতো ভাই Uday এবং Aditya chopra। মুম্বাইয়ের গ্রিন লন্স হাইস্কুল থেকে পড়াশোনা করার পর বাণিজ্যিক শাখায় স্নাতক হন। এই স্কুলে তাঁর সহপাঠী ছিলেন রাজেশ খান্নার মেয়ে টুইংকেল খান্না। যার প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন তিনি। সেই ছোট থেকেই তাঁকে নিয়ে স্বপ্নের জাল বুনতেন। কিন্তু স্বপ্ন অচিরেই ভেঙে যায়।
Doordarshan-এ সিরিয়াল দিয়ে সিনেমা জীবন শুরু করেন করণ। আদিত্য চোপড়াকে Dilwale Dulhania le jayenge (1995) ছবিতে সহকারী হিসেবে সাহায্য করেন। ১৯৯৮ সালে নিজের প্রথম সিনেমা ডিরেক্ট করেন তিনি। Kuch Kuch Hota Hai। ছবিতে টিনার চরিত্রটি টুইংকেল খান্না করুন, চেয়েছিলেন karan johar। কিন্তু তিনি সরাসরি না বলে দেন। এই না -র অনেকগুলি অর্থ ছিল। শুধু সিনেমাতে না নয়। ঘুরিয়ে প্রেমেও না বলে দিয়েছিলেন। এই ‘না’তে মন থেকে খুব কষ্ট পেয়েছিলেন করণ জোহর। তারপর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, টুইংকেল অক্ষয় কুমারকে বিয়ে করে পুরোপুরি সংসারী হন।
No comments:
please do not enter any spam link in the comment box