Nusrat Jahan at Lokenath mandir: কচুয়াধামে লোকনাথ মন্দিরে নুসরত জাহান, শিশু কোলে বসে কীর্তন শুনলেন

কখনো সিঁদুর খেলা, কখনো জগন্নাথের রথের দড়িতে টান, আবার শাড়ি পড়ে সধবা সেজে হাজির কচুয়াধামের লোকনাথ মন্দিরে (Lokenath mandir) । অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) নানা রূপে দেখেছেন তাঁর ভক্তরা। সাধারণ সময়ে তিনি অত্যন্ত ছোট ড্রেস পড়ে রিল বানান। আবার যখন ভোটের প্রচার বা নির্বাচনী ক্ষেত্রে যেতে হয় তখন নুসরতকে চেনা দায়। সম্পূর্ণ অন্যরূপ। যাই হোক, সোমবারের বারবেলায় অন্যরূপে সেজে পৌঁছে গেলেন কচুয়ারধামের লোকনাথ মন্দিরে। তার আগে দলের সভায় যোগ দিয়েছিলেন। নবরূপে সজ্জিত ধান্যকুড়িয়ার সত্যজিৎ রায় পার্কের উদ্বোধন করেন। সেখান থেকে পৌঁছে যান মন্দিরে। সেখানে আর তিনি নায়িকা নন। একেবারে অন্য মেজাজে। সাধারণ ভক্তদের সঙ্গে মিশে গেলেন। সবার মাঝে বসে শুনলেন কীর্তন।

ইদানিং দেবরাজ সিংহ রায়ের ‘শিকারী’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত নুসরত। এই ছবিতে তাঁর নায়ক যশ দাশগুপ্ত। সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নুসরত জানিয়েছেন, “একাধিক ছবির অফার ছেড়ে দিয়েছি শুধুমাত্র বরের সঙ্গে কাজ করব বলে। ডার্ক চরিত্র আমার ভালো লাগে না। এখনও ভালো বাণিজ্যিক ছবির বাজার আছে। সেটা করতেই আমার ভালো লাগে”। শোনা যাচ্ছে, শ্যুটিংয়ে ছেলেকে নিয়ে যাচ্ছেন প্রতিদিন। এদিনও ‘মা’ নুসরত জাহানকে দেখা গিয়েছে, একটি বাচ্চা কোলে নিয়ে মন্দির চত্বরে বসে থাকতে। সেই বাচ্চা নিয়ে বসে কিছুক্ষণ কীর্তন শোনেন। মন্দিরে প্রণাম করে আরতি দেখেন। অনেকে সেলফি তোলার আবদার করেন। কাউকে ফেরাননি। এক মহিলার গালে গাল লাগিয়ে সেলফি তোলেন। তারকা অভিনেত্রীকে ভক্তদের মাঝে মিশে যেতে দেখা যায়। পরে মন্দিরের উন্নয়ন নিয়ে কমিটির সঙ্গে কথা বলেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.