The Kerala story: সুপ্রিম আদেশ সত্ত্বেও কেন বাংলায় দেখানো হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’ ? পিছনে কী চোখ রাঙানি ?
একটি নির্দিষ্ট জাতির উপর বিদ্বেষ পোষণ করা হয়েছে। তাই বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala story) । নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সেই ফরমানেও স্টে অডার দিয়েছে দেশের শীর্ষ আদালত। কিন্তু তার পরেও বাংলার কোনও হলে দেখানো হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala story) । কেন ? নেপথ্যে কারণ কী ? মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা জানিয়েছেন, আগামী তিন সপ্তাহ কোন স্লট খালি নেই। তাই এখন তাঁরা ছবিটি দেখাতে পারবেন না। তিন সপ্তাহ পর কী পরিস্থিতি হয় দেখে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আগে থেকে যেসব ছবিগুলিকে স্লট দেওয়া আছে, তাদের বাদ দিয়ে কেরালা স্টোরি দেখাতে পারবেন না। হল মালিকদের কথা থেকে স্পষ্ট, বাংলায় আদৌও ‘দ্য কেরালা স্টোরি’ চলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সত্যি কী এটাই কারণ ?
সুপ্রিম কোর্টের নির্দেশে নিষেধাজ্ঞা উঠে গেলেও তার ছবি কেন চালানো হচ্ছে না ? প্রশ্ন তুলেছেন পরিচালক সুদীপ্ত সেন। তিনি জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের পরিবেশকদের সঙ্গে যোগাযোগ রাখছি। অনেক হল মালিকের পক্ষ থেকে ফোন পেয়েছি। তাঁরা জানিয়েছেন, দ্য কেরালা স্টোরি যাতে না দেখানো হয়, তার জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই হুমকি আসছে। জলে থেকেও কীভাবে কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব ! তাই পিছিয়ে যাচ্ছেন হল মালিকরা। অথচ, কেরালা স্টোরি একটি ব্লক বাস্টার মুভি। সারা দেশে ইতিমধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই স্বল্প বাজেটের সিনেমা।
No comments:
please do not enter any spam link in the comment box