Hamlet play-Riddhi sen: ‘হ্যামলেট’ নাটকে ‘অর্ধনগ্ন’ ঋদ্ধি সেনের অভিনয়, অবাক নেটিজেনরা

বাংলা নাট্যজগতে ‘হ্যামলেট’ নাটক বারবার প্রদর্শিত হয়েছে। এই নাটক মঞ্চস্থ করা মোটেই সহজ কাজ নয়। সমালোচনা-আলোচনা বা দর্শকদের বিরক্তি ইত্যাদির নানা কিছুর মুখোমুখি হতে হয়। কৌশিক সেনের দল ‘স্বপ্ন সন্ধানী’ ‘হ্যামলেট’ নাটক নিয়ে একটু বেশি আক্রমণের মুখে পড়ল। দিনে দিনে নাটকের প্রতি মানুষের আগ্রহ কমছে। আগের মতো উৎসাহ আর দেখা যায় না। তবুও কৌশিক সেনের দলের নাটকের শুধু ছবি দেখেই রে রে করে উঠল নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন রুচি নিয়ে। আবার কারও মতে, নাটক এমনি চলবে না। তাই সস্তায় পাবলিসিটি করার কৌশল। কী এমন আছে কৌশিকের ‘হ্যামলেট’ নাটকে ? যা দেখে গেল গেল রব উঠেছে ?

কৌশিক সেনের দলের এখন অন্যতম ধারক-বাহক ছেলে ঋদ্ধি সেন (Riddhi sen) । বান্ধবী সুরঞ্জনাকে নিয়ে আগামী ২৮ মে দুপুর আড়াইটেতে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে মঞ্চস্থ করবেন ‘হ্যামলেট’ নাটক। রিহারসেলের কতগুলি সাদা-কালো ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন ঋদ্ধি সেন। ছবিগুলি দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন সোশ্যাল সাইটের নাগরিকরা। ছবিগুলি তুলে দিয়েছেন চিত্রশিল্পী সুরশ্রী। বর্তমানে এই ছবিগুলি নিয়ে উৎসাহের শেষ নেই। প্রায় ৫ হাজার মানুষ ছবিতে কমেন্ট করেছেন। সেই তুলনায় লাইক অনেক কম। তার থেকেও কম শেয়ার হয়েছে।

কী আছে ছবিতে ?

তিনটি ছবি দিয়েছেন ঋদ্ধি সেন। তার মধ্যে দুটিতে তাঁকে শুধুমাত্র অন্তর্বাস পড়ে অভিনয় করতে দেখা গিয়েছে। গায়ে সাদা গ্রাউন, পড়নে শুধু অন্তর্বাস। আর এই নিয়ে ধেয়ে আসছে কটাক্ষের বন্যা। শুধু কটাক্ষ নয়। অন্তর্বাসের ভিতরেও অনেকে উঁকিঝুঁকি মারার চেষ্টা করেছেন। অনেকে জানেন, বামপন্থী মনোভাব করেন অভিনেতা ঋদ্ধি সেন। এখন ভারতজুড়ে জাতীয়তাবাদের জোয়াড়। সেখানে বামপন্থী অভিনেতাকে আক্রমণের মুখে পড়তে হবে, তা আর নতুন কথা কি ? রে রে করে কমেন্ট করতে শুরু করেছে বাঙালি। কেউ কটাক্ষ করে ঋদ্ধি সেনকে ‘লেনিন’ বলেছেন। কেউ লজ্জার মাথা খেয়ে যৌনাঙ্গের মাপ নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে নাটক নিয়ে ঠাট্টা আর কটাক্ষ তো আছেই। ‘হ্যামলেট’ চরিত্রে জাতীয় পুরস্কার জয়ী ঋদ্ধিকে কতটা মানিয়েছে, তা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন উঠেছে শুধু পোশাক নিয়ে।

এত সমালোচনা বা কটাক্ষের কোন জবাব ঋদ্ধি সেন বা তাঁর দল স্বপ্ন সন্ধানী দেয়নি। শুধু ঘোষণা করা হয়েছে, ২৮ মে দুপুর আড়াইটেতে অ্যাকাডেমিতে মঞ্চস্থ হবে ‘হ্যামলেট’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.