Bangla cinema actor Amarnath Mukherjee: প্রয়াত ‘মৌচাক’ ছবির ‘ডঃ গুপ্ত’ অমরনাথ মুখোপাধ্যায়, কেউ খোঁজ রাখেনি
Bangla cinema actor Amarnath Mukherjee: ‘এতে যৌবনের মজা আছে, বংশবৃদ্ধির সাজাটা নেই’। বিখ্যাত এই সংলাপ মনে পড়ে ? উত্তম কুমারের ‘মৌচাক’ ছবিতে বলেছিলেন ডঃ গুপ্ত। আর এই চরিত্রটি যিনি রূপদান করেন, সেই অভিনেতা অমরনাথ মুখোপাধায়কে স্মরণে আসছে ? যাঁরা পুরনো দিনের বাংলা ছবি দেখেন, তাঁদের কাছে অত্যন্ত পরিচিত নাম অমরনাথ মুখোপাধ্যায়। ‘বসন্ত বিলাপ’ ছবিতে ছিলেন দাদা। খুব বড় চরিত্র পেতেন না ঠিকই, তবে যতটুকু করতেন ছাপ রেখে যেতেন। দরাজ কণ্ঠস্বর আর স্পষ্ট উচ্চারণ। মাত করতেন প্রতিটি সিনেমা। ২৫ মে সবার অগোচরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৌচাক-এর ডঃ গুপ্ত অর্থাৎ অমরনাথ মুখোপাধ্যায়। বাংলায় তাঁর শেষ কাজ ছিল দূরদর্শনের সিরিয়াল ‘প্রতিক্ষা-একটু ভালোবাসার’। তার আগে তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে কাজ করেন। সেটাই তাঁর শেষ সিনেমা। তারপর একপ্রকার সম্পর্ক চুকিয়ে মুম্বাইয়ে পাকাপাকি বাস করতে শুরু করেন। কেউ বিশেষ খোঁজখবরও রাখত না। বাংলা সিনেমা জগত ভুলে গিয়েছিল এই বর্ষীয়ান শিল্পীকে।
১৯৩৩ সালে কলকাতায় জন্ম। বাড়িতে ছিল সিনেমার পরিবেশ। বাবা ছিলেন পুরনো দিনের অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মামা বিখ্যাত থিয়েটার শিল্পী জহর গঙ্গোপাধ্যায়। খুব অল্প বয়সেই নাটকে যোগ দিয়েছিলেন। রবি ঘোষের মতো গুণী মানুষ তাঁর বন্ধু ছিলেন। প্রথম ছবি ‘চিত্তরঞ্জন’। উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। যার ‘মৌচাক’ অন্যতম। শক্তি সামন্তের ‘অমানুষ’ সিনেমায় কাজের সুযোগ পাইয়ে দিয়েছিলেন উত্তম কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেই স্মৃতির পাতা উল্টেছেন তিনি। আর এক বিখ্যাত মানুষের তিনি খুব কাছের ছিলেন। তিনি তরুণ মজুমদার। যাঁর কথা ফেলতে পারতেন না। তাই অসুস্থ শরীর নিয়েও তরুণ মজুমদারের টিভি সিরিজ ‘দুর্গেশনন্দিনী’তে কাজ করেছিলেন। ‘অমানুষ’ সিনেমা করার পর বাংলা ছেড়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধান শুরু করেন। একাধিক হিন্দি সিনেমায় সহ -অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। যার মধ্যে ‘ডিস্কো ডান্সার’ অন্যতম।
১৯৩৩ সালে কলকাতায় জন্ম। বাড়িতে ছিল সিনেমার পরিবেশ। বাবা ছিলেন পুরনো দিনের অভিনেতা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মামা বিখ্যাত থিয়েটার শিল্পী জহর গঙ্গোপাধ্যায়। খুব অল্প বয়সেই নাটকে যোগ দিয়েছিলেন। রবি ঘোষের মতো গুণী মানুষ তাঁর বন্ধু ছিলেন। প্রথম ছবি ‘চিত্তরঞ্জন’। উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। যার ‘মৌচাক’ অন্যতম। শক্তি সামন্তের ‘অমানুষ’ সিনেমায় কাজের সুযোগ পাইয়ে দিয়েছিলেন উত্তম কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেই স্মৃতির পাতা উল্টেছেন তিনি। আর এক বিখ্যাত মানুষের তিনি খুব কাছের ছিলেন। তিনি তরুণ মজুমদার। যাঁর কথা ফেলতে পারতেন না। তাই অসুস্থ শরীর নিয়েও তরুণ মজুমদারের টিভি সিরিজ ‘দুর্গেশনন্দিনী’তে কাজ করেছিলেন। ‘অমানুষ’ সিনেমা করার পর বাংলা ছেড়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধান শুরু করেন। একাধিক হিন্দি সিনেমায় সহ -অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। যার মধ্যে ‘ডিস্কো ডান্সার’ অন্যতম।
READ MORE: জামাইষষ্ঠীর দিন জামাইয়ের দ্বিতীয় বিয়ে, প্রাক্তন শাশুড়ি শকুন্তলা বড়ুয়া কী বলছেন ?
বেশ কয়েক মাস তিনি খুব অসুস্থ ছিলেন। আসলে অমরনাথ মুখোপাধ্যায় যে বেঁচে আছেন, সেই খবর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি রাখেনি। তাঁর মৃত্যু সংবাদও তাই টালিগঞ্জ পাড়ায় এসে পৌঁছায়নি। কোনও স্মৃতি চারণও হল না। আরব সাগরের তীরে নীরবে পঞ্চভূতে সমাহিত হয়ে গেলেন অমরনাথ মুখোপাধ্যায়।
বেশ কয়েক মাস তিনি খুব অসুস্থ ছিলেন। আসলে অমরনাথ মুখোপাধ্যায় যে বেঁচে আছেন, সেই খবর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি রাখেনি। তাঁর মৃত্যু সংবাদও তাই টালিগঞ্জ পাড়ায় এসে পৌঁছায়নি। কোনও স্মৃতি চারণও হল না। আরব সাগরের তীরে নীরবে পঞ্চভূতে সমাহিত হয়ে গেলেন অমরনাথ মুখোপাধ্যায়।
No comments:
please do not enter any spam link in the comment box