Salman khan: ভিকি কৌশলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সলমানের দেহরক্ষী ! কিসের এত রাগ ?

Salman khan:মায়া নগরীর মায়া বড়ই বিচিত্র। মায়ার খেলায় সম্পর্কের সমীকরণ কখন কীভাবে বদলে যায় , কেউ বলতে পারে না। আজ যে কাছের, কাল সে অনেক দূরের কেউ। Salman khan আর ক্যাটরিনা কাইফের প্রেম কাহিনী সর্বজন বিদিত। কিন্তু প্রেম ছাতনাতলা পর্যন্ত গড়ায়নি। অবশ্য চিরকুমার সাল্লু মিয়াঁর কাছে এটা কোন নতুন ঘটনা নয়। এখন ক্যাটরিনা অন্য কারও বউ। অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে সুখে সংসার করছেন। এই প্রতারণা ভাইজান ভুলতে পারেননি। তা ফের একবার প্রমাণ হল। সুযোগ বুঝে ক্যাটরিনার স্বামীকে সবার সামনে অপমান করতেও পিছ পা হলেন না। ক্যাটরিনার অতীত এবং বর্তমান মুখোমুখি হতেই ঘটে গেল সিনেমার মতো দৃশ্য।

ঘটনাটি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ( IIFA )। উপস্থিত তারকাদের ঝিকিমিকিতে চোখ ধাঁদিয়ে যায়। সেখানে হিন্দি সিনেমা জগতের অঘোষিত নিয়ন্ত্রক সলমান খান (salman khan new movie) রাজার মতো এন্ট্রি নিচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন ভিকি কৌশল। সলমানকে দেখে আগ বাড়িয়ে হাত মেলাতে যান। তখন রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ভাইজানের দেহরক্ষীরা। হাত মেলানো তো দূর। ভিকিকে যেন দেখতেই পেলেন না সলমান খান। একবার এক ঝলক ভিকির দিকে তাকিয়ে সোজা হেঁটে এগিয়ে গেলেন। যেন তিনি ভিকি কৌশলকে চেনেন না। কিছুটা হতবাক হয়ে যান ভিকি কৌশল। সঙ্গে সঙ্গে একাদিক মোবাইল ক্যামেরার বন্দি হয়ে যায় সেই ঘটনা। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সবাই জানে, এরআগে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে সলমানের রক্তচক্ষুর সামনে পড়েছিলেন বিবেক ওবেরয়। তারপর বরবাদ হয়ে যায় তাঁর কেরিয়ার। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও এখন আর কোথাও দেখা যায় না তাঁকে। তারপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক শুরু হওয়ায় বেজায় চটে গিয়েছিলেন সাল্লু মিয়াঁ। এখন কী তবে ক্যাটরিনাকে বিয়ে করে ভাইজানের চক্ষুশূল ভিকি কৌশল। সলমানের এই অহংবোধ মোটেই ভালোভাবে নেয়নি নেট প্রজাগণ। রীতিমতো কটাক্ষের আগুন ছুটছে। একজন লিখেছেন, ‘সলমানের দেহরক্ষীরা ভিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কী অসভ্য। অন্যদের সম্মান দিতে শিখুন’। আর একজন লিখেছেন, ‘এত অহংকার’ ? অন্যজন লিখেছেন, ‘ভিকির জন্য খারাপ লাগছে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.