The Kerala Story OTT release: বঙ্গবাসীর জন্য সুখবর, হলে না হলেও ঘরে বসে দেখতে পারবেন The Kerala Story, কীভাবে ?

The Kerala Story OTT release date: বিতর্ক যতই থাক। দর্শকদের অফুরন্ত ভালোবাসা পাচ্ছে The Kerala Story। ইতিমধ্যেই ২০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে আদাহ শর্মা অভিনীত এই ছবি। স্বল্প পরিচিত এই অভিনেত্রীর কাছে ফেল মেরে গিয়েছেন ‘ভাইজান’ Salman Khan। তাঁর শেষ ছবি ‘Kisi Ki Bhai, Kisi Ki Jaan’ বক্স অফিসে টেনেটুনে পাশ করেছে। ১৫০ কোটির ছবি ১০০ কোটিতে গিয়েই থেমে গিয়েছে। সেখানে কম বাজেটের The Kerala Story বক্স অফিসে কামাল করছে। পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের রায়ে নিষেধাজ্ঞা উঠে গেলেও এখনও পর্যন্ত কোন হল পায়নি এই ছবি। আগামী দিনেও পরিস্থিতি বদলাবে বলে মনে হয় না। কারণ জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে নারাজ হল মালিকরা। তাহলে কী সিনেমাটি দেখার সুযোগ পাবে না বঙ্গবাসী ? এই প্রযুক্তির যুগে সেটা কোনও অসম্ভব ব্যাপার নয়। জানা গিয়েছে, OTT right ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে The Kerala Story-এর। কোথায়, কবে দেখবেন ?

খবর হল, The Kerala Story-এর OTT right কিনে নিয়েছে ZEE 5। সম্ভবত আগামী মাসে সিনেমাটি সেখানে স্ট্রিমিং শুরু হবে। তবে অফিসিয়ালি OTT release date জানানো হয়নি। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। কত টাকায় The Kerala Story বিক্রি হয়েছে, তা জানানো হয়নি। এদিকে, রিলিজের ১৭ তম দিনে ছবিটি কামাই করেছে ১১ কোটি টাকা। মোট আয় দাঁড়াল ১৯৮ কোটি। ছবির এই বিরাট সাফল্য নিয়ে দর্শকদের ধন্যবাদ জানাতে কলম ধরে ছিলেন নায়িকা আদাহ শর্মা। social site-এ তিনি লিখেছেন, “এই সাফল্য আপনাদের। সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা পাশে না থাকলে এত বড় সাফল্য আসত না। খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে (আশা করি) রিলিজ হবে এবং আন্তর্জাতিক স্তরে ছবিটি রিলিজ হয়েছে। The Kerala Story-এর তরফ থেকে সবাইকে ধন্যবাদ” ।


The Kerala Story ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। এব্যাপারে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, ট্যাক্স ফ্রি করা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আমরা চাই মানুষ ছবিটি দেখুক। আর জানুক আমাদের বাড়ির মা-বোনেদের সঙ্গে কতটা খারাপ হয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.