Bangladeshi singer Nobel: বিবাহ বিচ্ছেদের পর এবার পুলিশের জালে বাংলাদেশী গায়ক নোবেল, কী কাণ্ড ঘটালেন তিনি ?
সারেগামাপা খ্যাত নোবেল (Nobel) মানেই বিতর্ক। ঘর-পরিবার ছাড়তে পারলেও নোবেল বিতর্ক ছাড়তে পারেন না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নরেন্দ্র মোদী, ভারতীয় ব্যক্তিত্বদের গালিগালাজ দেওয়া, মদ খেয়ে স্টেজে উঠে গান গাইতে গিয়ে খেয়েছেন দর্শকের জুতো। সেই বিতর্কের মাঝেই স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ। স্ত্রী সালসাবিল আহমেদ জানিয়েছিলেন, দিনে চার লক্ষ টাকার মাদক লাগে নোবেলের। এতটাই মাদকাসক্ত তিনি। এই সব নিয়ে চর্চার মাঝেই নতুন বিতর্ক উপস্থিত। ঢাকা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন গায়ক নোবেল (Nobel) । জানা গিয়েছে, ঢাকা মহানগরের গোয়েন্দা বিভাগের হাতে আটক হয়েছেন নোবেল। কিন্তু হঠাৎ কেন পুলিশের জালে গায়ক ?
নোবেলের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, ডিবি কার্যালয়ে জেরা করা হচ্ছে নোবেলকে। পুলিশ জানিয়েছে, কোন একটি অনুষ্ঠান করার জন্য ১ লক্ষ ২০ হাজার (বাংলাদেশী মুদ্রায়) অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত যাননি তিনি। পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন। এই মর্মে কয়েকদিন আগে মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয়। শরিয়তপুরে একটি হাইস্কুলের রিইউনিয়নে গান গাওয়ার কথা ছিল। সেই মতো শিল্পীকে অগ্রিম দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট দিনে তিনি হাজির হননি। ওই স্কুলের প্রাক্তন ছাত্র মহম্মদ সাফায়েত ইসলাম গত শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন গায়ককে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ।
২০১৯ সালের জি বাংলার সারেগামাপাতে তৃতীয় স্থান পেয়েছিলেন নোবেল (Nobel) । যদিও দর্শকদের বিচারে তিনি ছিলেন সেরা। তারপর থেকে দুই বাংলায় বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। কিন্তু তাঁর আচার-আচারণ এতই খারাপ যে নোবেলের ভক্তরাও পর্যন্ত বিরক্ত। কোনও রকম পেশাদারী মনোভাব তাঁর মধ্যে নেই। যখন তখন বিখ্যাত ব্যক্তিদের তিনি অশ্লীল ভাষায় আক্রমণ করেন। মাদকাসক্ত হয়ে যেখানে সেখানে পড়ে থাকেন। স্ত্রী সালসাবিল অভিযোগ করেছেন, নোবেল (Nobel) তাঁকে রীতিমতো মারধর করতেন। দিনে ৪ লক্ষ টাকার মাদক তাঁর চাই। এত টাকা কোথা থেকে জোগাড় করেন তিনি ? উত্তরে প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, নোবেল জমানো টাকা ভেঙে মাদক নেই। আর তাছাড়া তাঁকে ধারে টাকা দেওয়ার লোকের অভাব নেই। শুধু তাঁকে নয়, নোবেল তাঁর মাকেও পর্যন্ত মারধর করেন। জানিয়েছেন সালসাবিল।
নোবেলের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, ডিবি কার্যালয়ে জেরা করা হচ্ছে নোবেলকে। পুলিশ জানিয়েছে, কোন একটি অনুষ্ঠান করার জন্য ১ লক্ষ ২০ হাজার (বাংলাদেশী মুদ্রায়) অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত যাননি তিনি। পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন। এই মর্মে কয়েকদিন আগে মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয়। শরিয়তপুরে একটি হাইস্কুলের রিইউনিয়নে গান গাওয়ার কথা ছিল। সেই মতো শিল্পীকে অগ্রিম দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট দিনে তিনি হাজির হননি। ওই স্কুলের প্রাক্তন ছাত্র মহম্মদ সাফায়েত ইসলাম গত শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন গায়ককে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ।
২০১৯ সালের জি বাংলার সারেগামাপাতে তৃতীয় স্থান পেয়েছিলেন নোবেল (Nobel) । যদিও দর্শকদের বিচারে তিনি ছিলেন সেরা। তারপর থেকে দুই বাংলায় বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। কিন্তু তাঁর আচার-আচারণ এতই খারাপ যে নোবেলের ভক্তরাও পর্যন্ত বিরক্ত। কোনও রকম পেশাদারী মনোভাব তাঁর মধ্যে নেই। যখন তখন বিখ্যাত ব্যক্তিদের তিনি অশ্লীল ভাষায় আক্রমণ করেন। মাদকাসক্ত হয়ে যেখানে সেখানে পড়ে থাকেন। স্ত্রী সালসাবিল অভিযোগ করেছেন, নোবেল (Nobel) তাঁকে রীতিমতো মারধর করতেন। দিনে ৪ লক্ষ টাকার মাদক তাঁর চাই। এত টাকা কোথা থেকে জোগাড় করেন তিনি ? উত্তরে প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, নোবেল জমানো টাকা ভেঙে মাদক নেই। আর তাছাড়া তাঁকে ধারে টাকা দেওয়ার লোকের অভাব নেই। শুধু তাঁকে নয়, নোবেল তাঁর মাকেও পর্যন্ত মারধর করেন। জানিয়েছেন সালসাবিল।
No comments:
please do not enter any spam link in the comment box