bollywood singers: মঞ্চে গান গাইতে বলিউড গায়কদের পারিশ্রমিক কত ? চমকে দেবে শ্রেয়া-অরিজিতদের আয়

বলিউড গায়ক-গায়িকাদের (bollywood singers) নিজস্ব গানের বাজার আর নেই। আজ থেকে ২০ বছর আগে গানের অ্যালবাম বের করে কোটি কোটি টাকা আয় করতেন গায়ক-গায়িকারা (bollywood singers)। কিন্তু সময় বদলায়। মানুষের রুচি বদলে যায়। বর্তমানে গান শোনার শ্রোতা খুব কম। ক্যাসেট বা সিডির যুগ আর নেই। সিনেমার গানেও আর সেই সুর নেই। খুব কম সিনেমার গান আজকাল হিট হয়। নামকরা গায়ক-গায়িকাদের বদলে নতুনদের দিয়ে গান গাইয়ে নিচ্ছেন সঙ্গীত পরিচালকরা। তাই কাজ হারিয়েছেন অনুরাধা পড়োয়াল, সোনু নিগমের মতো শিল্পীরা। তবে এখন টানা কাজ করছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংদের (arijit singh hindi songs) মতো হাতে গোনা কয়েকজন। তাই রোজগারের পথ বলতে খোলা মঞ্চে অনুষ্ঠান। আর এক একটি অনুষ্ঠান করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এখনকার শিল্পীরা ?

এ আর রহমান (A R Rahman): হিন্দি, তামিল-তেলেগু গানকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এ আর রহমান। রোজা, বম্বে বা দিল সে। এইসব সিনেমার গান আজও হিট। সুর দেওয়ার পাশাপাশি নিজেও গান গেয়েছেন। সঙ্গে প্রচুর মঞ্চে শো করেন। শোনা যায়, মঞ্চে অনুষ্ঠান করতে রহমান এক থেকে দেড় কোটি টাকা নিয়ে থাকেন। এটা তাঁর নিজস্ব আয়। টিমের অন্য সদস্যদের পেমেন্ট আলাদা ভাবে করা হয়।

বাদশা (Badshah): ভারতীয় র‍্যাপ সঙ্গীতের বেতাজ ‘বাদশা’ তিনি। তাঁর হাত ধরেই আফ্রিকার এই সঙ্গীত ভারতে আজ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। অনেকে তাঁর গানের সমালোচনাও করেন। তাতে জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং বাড়ছে। কয়েক বছর আগে বাংলা লোকগান ‘বড় লোকের বিটি লো’কে অন্যভাবে দুনিয়ার সামনে পেশ করেছেন। স্টুডিওর পাশাপাশি প্রচুর মঞ্চে শো করেন বাদশা। তার জন্য প্রতি ঘণ্টায় ৪০ লক্ষ করে টাকা নেন। আর তাঁর থাকা-খাওয়া, আসা-যাওয়ার খচর আলাদাভাবে দিতে হয়।

সুনিধি চৌহান (Sunidhi Chouhan): ‘মেরি আওয়াজ শুনো’ নামের রিয়ালিটি শো থেকে উত্থান হয়েছিল। লতা মঙ্গেশকরের হাত থেকে প্রাইজ নিয়েছিলেন। খুব ছোট বয়স থেকেই তিনি হিন্দি গানের দুনিয়ার জনপ্রিয় নাম। প্রচুর সিনেমায় গান গেয়েছেন এবং এখনও গাইছেন। পাশাপাশি, স্টেজ শো করেন। আর তার জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সুনিধি চৌহান।

সোনু নিগম (Sonu Nigam): দিল্লি থেকে মুম্বাই গিয়ে নিজের চেষ্টায় গানের দুনিয়ায় জায়গা করতে পেরেছিলেন সোনু নিগম। প্রথম দিকে ভক্তিগীতি গাইতেন। সেখান থেকে সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পান। প্রায় দুটো দশক ধরে মুম্বাই ফিল্মে তিনি রাজত্ব করেছেন। এখন তাঁর প্লেব্যাক অনেক কমে গিয়েছে। তবে স্টেজ শো অনেক করেন। স্টেজে গান গাইতে ৪০ লক্ষ টাকা নেন সোনু নিগম।

শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal): বলিউডে বাঙালি গায়ক-গায়িকাদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। তিনিও রিয়ালিটি শো থেকে উঠেছিলেন। আর দেবদাস (Devdas) সিনেমা থেকে যাত্রা শুরু। তারপর দুই দশক ধরে বলিউডে গান গাইছেন। সিনেমায় গান গাইতে একটি গান পিছু ৩০ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। আর স্টেজে গান গাইতে এক কোটি টাকার বেশি।

অরিজিৎ সিং (Arijit Singh): বর্তমানে জনপ্রিয়তার নিরিখে সবার থেকে বেশি এগিয়ে আছেন অরিজিৎ সিং। কয়েক মাস আগে রিলিজ ‘পাঠান’ (Pathaan) ছবির গান ব্যাপক হিট করেছে। এখনকার সব সঙ্গীত পরিচালক তাঁকে নিয়ে কাজ করতে চান। আর স্টেজে তাঁর অনুষ্ঠান থাকলে দর্শক দাঁড়ানোর জায়গা পায় না। স্টেজে ঘণ্টা পিছু এক কোটি টাকার বেশি নেন অরিজিৎ। আসা-যাওয়ার খরচ আলাদা দিতে হয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.