বর্তমান প্রজন্মের গায়ক-গায়িকাদের মধ্যে অরিজিৎ সিংয়ের (Arijit singh) গান সবথেকে বেশি জনপ্রিয়। তাঁর ভক্ত শুধু এই দেশে নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বের নানা দেশে। ট্রাজিক গান অরিজিতের গলায় খুব ভালো মানায়। তাঁর দরদী কণ্ঠে গান শুনে অনেকের চোখের জল ফেলেন। ঠিক যেমনটি ফেলেছিলেন বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়াল (Anuradha Padwal)। তবে আবেগে নয়। অনুরাধা পড়োয়াল কেঁদেছিলেন রেগে। অরিজিৎ সিংয়ের গান শুনে তিনি এত রেগে গিয়েছিলেন যে, কেঁদে ফেলেন। এত জঘন্য করে কেউ গাইতে পারেন ? প্রশ্ন ছিল গায়িকার। আসলে অরিজিৎ সিং যে গানটি গেয়েছিলেন, সেটি গায়িকার পুরনো একটি গান। কোন গান ?
৮০ আর ৯০-এর দশকে অনুরাধা পড়োয়াল ছিলেন অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘অভিমান’ ছবি থেকে শুরু হয়েছিল অনুরাধা পড়োয়ালের যাত্রা। লতা-আশাদের যুগে নিজের সুমধুর কণ্ঠের জাদুতে জায়গা করতে পেরেছিলেন। ‘আশিকি’ ছবিতে নদীম-শ্রবণের সুরে অনুরাধা পড়োয়ালের গাওয়া একাধিক গান আজও হিট। তবে এখন মূলত ভক্তিগীতিতেই সীমাবদ্ধ তিনি। অন্যদিকে, রিয়ালিটি শো থেকে উঠলেও অরিজিৎ সিং এখনকার প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় গায়ক (Arijit singh song)। ‘আশিকি ২’ থেকে ‘পাঠান’। সব সিনেমাতেই ছড়িয়ে আছে অরিজিতের জাদু। ‘হেট স্টোরি ২’ ছবিতে ‘আজ ফের তুমপে প্যায়ার আয়া হে’ গানটি তাঁর ব্যাপক হিট হয়। অথচ, সেই গান শুনেই নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন অনুরাধা পড়োয়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এই রকম একটি মন্তব্য খুব ভাইরাল হয়েছে।
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ‘দয়াবান’ ছবি। নায়ক ছিলেন বিনোদ খান্না, নায়িকা মাধুরী দীক্ষিত। এই সিনেমায় লক্ষ্মীকান্ত প্যায়েলাল জুটির সুরে ‘আজ ফের তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উদাস। সুপারহিট হয় সেই গান। প্রায় ৩০ বছর পর সেই গানের রিমিক্স করেন অরিজিৎ সিং। রিমিক্স এখনকার প্রজন্মের খুব পচ্ছন্দ হলেও মোটেই ভালো লাগেনি অনুরাধা পড়োয়ালের।
একটি সাক্ষাৎকারে গায়িকা জানান, গানটি শুনে তাঁর এতো খারাপ লেগেছিল যে সেটি ভুলতে নিজের অরিজিনাল গান বারবার শোনেন। তিনি বলেন, “আমি মাঝে মাঝে নিজের গান শুনি। কিন্তু সেগুলি ভক্তিগীতি। অন্য গান শুনি যখন নিজের গাওয়া গানের পিন্ডি চটাকতে দেখি। সেই সব গান শুনে আতঙ্কিত হয়ে পড়ি। বারবার নিজের গান শুনে মনে শান্তি ফেরায়”। অরিজিৎ সিংয়ের গানের প্রসঙ্গ টেনে বলেন, “আমাকে কেউ একজন বলে ছিলেন, আজ ফের তুমসে গানটির রিমিক্স শুনতে। খুব নাকি হিট হয়েছে। শুনে তো আমি কেঁদেই ফেলি। এতো খারাপ ? সঙ্গে সঙ্গে ইউটিউবে গিয়ে নিজের প্রকৃত গান বারবার শুনে রিমিক্স ভোলার চেষ্টা করি”।
৮০ আর ৯০-এর দশকে অনুরাধা পড়োয়াল ছিলেন অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘অভিমান’ ছবি থেকে শুরু হয়েছিল অনুরাধা পড়োয়ালের যাত্রা। লতা-আশাদের যুগে নিজের সুমধুর কণ্ঠের জাদুতে জায়গা করতে পেরেছিলেন। ‘আশিকি’ ছবিতে নদীম-শ্রবণের সুরে অনুরাধা পড়োয়ালের গাওয়া একাধিক গান আজও হিট। তবে এখন মূলত ভক্তিগীতিতেই সীমাবদ্ধ তিনি। অন্যদিকে, রিয়ালিটি শো থেকে উঠলেও অরিজিৎ সিং এখনকার প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় গায়ক (Arijit singh song)। ‘আশিকি ২’ থেকে ‘পাঠান’। সব সিনেমাতেই ছড়িয়ে আছে অরিজিতের জাদু। ‘হেট স্টোরি ২’ ছবিতে ‘আজ ফের তুমপে প্যায়ার আয়া হে’ গানটি তাঁর ব্যাপক হিট হয়। অথচ, সেই গান শুনেই নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন অনুরাধা পড়োয়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এই রকম একটি মন্তব্য খুব ভাইরাল হয়েছে।
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ‘দয়াবান’ ছবি। নায়ক ছিলেন বিনোদ খান্না, নায়িকা মাধুরী দীক্ষিত। এই সিনেমায় লক্ষ্মীকান্ত প্যায়েলাল জুটির সুরে ‘আজ ফের তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উদাস। সুপারহিট হয় সেই গান। প্রায় ৩০ বছর পর সেই গানের রিমিক্স করেন অরিজিৎ সিং। রিমিক্স এখনকার প্রজন্মের খুব পচ্ছন্দ হলেও মোটেই ভালো লাগেনি অনুরাধা পড়োয়ালের।
একটি সাক্ষাৎকারে গায়িকা জানান, গানটি শুনে তাঁর এতো খারাপ লেগেছিল যে সেটি ভুলতে নিজের অরিজিনাল গান বারবার শোনেন। তিনি বলেন, “আমি মাঝে মাঝে নিজের গান শুনি। কিন্তু সেগুলি ভক্তিগীতি। অন্য গান শুনি যখন নিজের গাওয়া গানের পিন্ডি চটাকতে দেখি। সেই সব গান শুনে আতঙ্কিত হয়ে পড়ি। বারবার নিজের গান শুনে মনে শান্তি ফেরায়”। অরিজিৎ সিংয়ের গানের প্রসঙ্গ টেনে বলেন, “আমাকে কেউ একজন বলে ছিলেন, আজ ফের তুমসে গানটির রিমিক্স শুনতে। খুব নাকি হিট হয়েছে। শুনে তো আমি কেঁদেই ফেলি। এতো খারাপ ? সঙ্গে সঙ্গে ইউটিউবে গিয়ে নিজের প্রকৃত গান বারবার শুনে রিমিক্স ভোলার চেষ্টা করি”।
No comments:
please do not enter any spam link in the comment box