The Diary Of West Bengal নিয়ে শুরু প্রবল বিতর্ক, রেগে লাল Mamata Banerjee সরকার, কী আছে এই ছবিতে

গত বছর থেকে দুটি ভিন্ন স্বাদের সিনেমা বক্স অফিসে কামাল করেছে। তবে আয়ের থেকে বেশি বিতর্ক হয়েছে সিনেমাগুলি নিয়ে। ২০২২-এর মাঝামাঝি মুক্তি পেয়েছিল the Kashmir files। রিলিজের আগে থেকেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক তরজা। সত্য ঘটনার নামে এই সিনেমায় বাস্তব বিক্রিত করা হয়েছে, দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। ছবি নিষিদ্ধ করার দাবি ওঠে। ঠিক একই ঘটনা ফের ঘটে The Kerala Story নিয়ে। সংখ্যালঘুদের অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করে রাজ্য সরকার। তবে দুটি ছবি বক্স অফিসে দারুণ ফল করেছে। প্রথমটি ৩০০ কোটি। the Kerala story ইতিমধ্যেই ২০০ কোটি ঘরে তুলে নিয়েছে। এরই মধ্যে The Diary Of West Bengal নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুধু রাজনৈতিক বিতর্ক নয়। থানা পর্যন্ত গড়িয়েছে জল।

কী আছে The Diary Of West Bengal তে ?

কাশ্মীর এবং কেরালার পর এবার পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা। তবে সেটি হলের সিনেমা না শুধু Youtube -এর জন্য। ছবির ট্রেলার ইউটিউবে রিলিজ হয়েছে। ট্রেলার দেখে তেমন কোয়ালিটির মনে হয়নি। তবে রেগে লাল Mamata Banerjee সরকার। ছবির পরিচালক সানোজ মিশ্র। তাঁকে ইতিমধ্যেই তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ট্রেলারে দেখানো হয়েছে, বিশেষ এক জাতির প্রতি সদয় সরকার। তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পুলিশ নেয় না। দুর্গা পুজোর বিসর্জন মহরমের পরে হবে বলে সরকারিভাবে ফরমান জারি হয়। সেই ঘটনাও এখানে দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গকে ‘দ্বিতীয় কাশ্মীর’ বলা হয়েছে ছবিতে। Mamata Banerjee-এর মতো দেখতে এক মহিলা ঠিক সেই রকম সেজে রাজ্যে সিএএ, এন আর সি’র বিরুদ্ধে ভাষণ দিচ্ছেন। দৃশ্যের ফাঁকে ফাঁকে পশ্চিমবঙ্গে ইদানিং কালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ক্লিপিং ব্যবহার করা হয়েছে।

এই রকম একটি ট্রেলার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। ৩০ মে ছবির পরিচালককে হাজিরা দিতে বলা হয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.