Payel sarkar love life: বয়স ৪৩ পার , কাকে ভালোবেসে আজও বিয়ে করেননি পায়েল সরকার ?

Payel sarkar boyfriend: দেবের সঙ্গে ‘I love you’ দিয়ে সিনেমা যাত্রা শুরু। তারপর অনেকেই তাঁকে ‘I love you’ বলেছেন। একাধিক প্রেম হয়েছে। কিন্তু মনের ঘরে বাস করে তো একজনই। যার জন্য ‘দিওয়ানা’ হয় কেউ কেউ। অভিনেত্রী পায়েল সরকারের ক্ষেত্রে অন্যথা হবে কেন ? অভিনেত্রী বলে কী মন নেই ? তিনিও একজনকে খুব ভালোবেসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষ জীবন থেকে চলে গেলেন। এখন সম্পূর্ণ সিঙ্গেল পায়েল সরকার। বয়স ৪৩ পেরিয়ে গিয়েছে। বলতে গেলে বিয়ের বয়স অতিক্রান্ত। আর কবে ছাতনাতলায় যাবেন তিনি ? এখন সিনেমা অনেক কমে গেলেও ভক্ত তো কমেনি। ভক্তদের মনবাঞ্ছা এবার বিয়ের পিঁড়িতে বসুন পায়েল সরকার। কিন্তু কেন তিনি বিয়ে করছেন না ?

দীর্ঘ ২০ বছরের সিনেমা জীবন। এখন অবশ্য বড় পর্দায় উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। তবে active তাঁর social media -র পাতা। সেখানে নিয়মিত নিজের আপডেট দেন। রাজ চক্রবর্তী থেকে সৃজিত মুখোপাধ্যায়। একাধিক মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে। কিন্তু একটাও বিয়ে পর্যন্ত গড়ায়নি। হয়তো সেই সব প্রেমগুলি তেমন সিরিয়াস ছিল না। একবার ‘ইসকওয়ালা লাভ’ হয়েছিল পায়েলের। আবির চট্টোপাধ্যায় এবং পায়েলের ‘যমের রাজা দিল বর’ (Jomer Raja Dilo Bor) সিনেমার পরিচালক ছিলেন আবির সেনগুপ্ত। শোনা যায়, তাঁর প্রেমে একবার পাগল ছিলেন অভিনেত্রী।

প্রথম দিকে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরে দুজনেই মনের কথা মিডিয়াকে জানান। হোয়াটস অ্যাপ ডিপিতে দুজন দুজনের ছবি দিয়ে প্রেম প্রকাশ্যে জাহির করছিলেন। শোনা গিয়েছিল, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। কিন্তু কোথায় কী ? বিয়ে তো দূরের কথা সম্পর্ক এক বছরও টিকল না। নানা ইস্যুতে প্রেমে পচন ধরতে থাকে। তার উপর ‘যমের রাজা দিল বর’ সুপার ফ্লপ করে। সেটাই আগুনে ঘি পড়ল। ফ্লপের দায় একে অপরের ঘাড়ে চাপিয়ে দিতে লাগলেন। ফল যা হবার তাই হল। ভেঙে গেল প্রেম। আর আবির সেনগুপ্ত শুধু পায়েলের মন থেকে নয়, কলকাতা থেকেও বিদায় নিলেন। তিনি এখন মুম্বাইয়ে কাজ করছেন।

আবিরের সঙ্গে প্রেমে ইতির পর পায়েল আর ইতিউতি তাকাননি। তারপর থেকে পুরোপুরি সিঙ্গেল। এখনও বিয়ে করেননি। কবে করবেন ? আদৌ করবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। ৪৩ বসন্ত তো পেরিয়ে গেল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.