Ashish Vidyarthi second wife: কেমন ছিল আশিস বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রীর অতীত ?

প্রথম বিয়ে ভেঙে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। এখন সামাজিক মাধ্যমের পেজে এই ‘অসামাজিক কাজ’ নিয়ে সরব অনেক সামাজিক জীব। এতো বেশি ট্রোলিং হয়েছে যে বিয়ের পরদিন কোথায় নতুন বউ নিয়ে ব্যস্ত থাকবেন, তা নিয়ে ট্রোলারদের উত্তর দিতে বসলেন অভিনেতা। তাঁর একটাই বক্তব্য, তিনি একজন পাবলিক ফিগার বলে কী ভালো ভাবে বাঁচার অধিকার তাঁর নেই ? কী এমন ভুল তিনি করেছেন ? কেন এতো নেগেটিভ সমালোচনা ? যদিও তাতে আলোচনা বা সমালোচনা কিছুই থামেনি। বাংলা সিনেমার অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশি বড়ুয়াকে বিয়ে করে সংসার পেতেছিলেন। কিন্তু সাজানো সংসার কখন ভেঙে গিয়েছে, টের পায়নি ভক্তরা। ২৫ মে ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন আশিস বিদ্যার্থী। কে এই রূপালি বড়ুয়া ?


আশিসের মতো রূপালি বড়ুয়ার এটাও দ্বিতীয় বিয়ে। বিধবা রূপালির আগে একটি সন্তান আছে। চিকিৎসক নিতম বড়ুয়ার স্ত্রী ছিলেন রূপালি। তাঁরা ইংল্যান্ডে থাকতেন। সেখানেই জামা-কাপড়ের একটি রিটেল ব্যান্ড চালু করেছিলেন। দুই বছর চালানোর পর ২০১৬ সালের নভেম্বরে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর হৃদরোগে মারা যান নিতম। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন রূপালি। ফিরে আসেন দেশে। এখানেই আবার নতুন করে হ্যান্ডলুম পোশাকের রিটেল স্টোর চালু করেন। রূপালির প্রথম পক্ষের একটি কন্যা সন্তান আছে। মায়ের দ্বিতীয় বিয়েতে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

সুপ্রতিষ্ঠিত রূপালির মোট সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন। একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কয়েক কোটি টাকার সম্পত্তির মালকিন তিনি। কলকাতায় NAMEG নামে একটি হ্যান্ডলুম ফ্যাশন স্টোর আছে তাঁর। এছাড়া, একাধারে তিনি ফ্যাশন ডিজাইনার, মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। খবর অনুযায়ী, আট থেকে দশ কোটি টাকার সম্পত্তি আছে আশিসের দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়ার। ছোট থেকেই ফ্যাশন তাঁর স্বপ্ন। এখন সেই স্বপ্নকেই বাস্তবায়িত করছেন তিনি। 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.