Fatafati bengali movie (2023) review: জমিয়ে দিলেন ঋতাভরী, ‘ফাটাফাটি’-এর বক্স অফিসে ফাটাফাটি কালেকশন

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মহিলা পুরোহিত হয়ে সমাজের ট্যবু ভেঙেছিলেন। আর এবার প্লাস সাইজ মডেল। ফের বড় পর্দায় নিজেকে প্রমাণ করলেন ঋতাভরী চক্রবর্তী। ১২ মে মুক্তি পেয়েছে ‘ফাটাফাটি’ (Fatafati bengali movie) । সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ইউন্ডোজ প্রোডাকশন বরাবরই অন্য ধারার ছবি উপহার দিয়েছে। ‘ফাটাফাটি’ তাঁদের পরবর্তী নিবেদন। শুধু সমালোচক নয়, দর্শক মহলেও ভালো সাড়া ফেলেছে এই ছবি। একটার পর একটা শো হাউসফুল চলছে। এবার প্রকাশ্যে এসেছে বক্স অফিস কালেকশন। টলি বাংলা বক্স অফিস কালেকশন জানিয়েছেন, মুক্তির প্রথম তিন দিনে সারা বাংলায় ‘ফাটাফাটি’ ৬০ লক্ষ টাকা আয় করেছে। যা ইদানিং কালের বাংলা সিনেমায় প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ভরা বৈশাখের তীব্র গরমের মধ্যেও নন্দনে প্রতিটি শো হাউসফুল হচ্ছে।

‘ফাটাফাটি’-এর গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা নামের একটি মেয়েকে ঘিরে। সে মফঃস্বলের এক মধ্যবিত্ত বাড়ির বউ। জীবনে ইচ্ছা ছিল ফ্যাশ্ন ডিজাইনার হওয়ার। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বদলে হয়ে ওঠেন দর্জি। শখের দর্জি। তবুও মনের মধ্যে গোপন ইচ্ছাটা ছিল। তাই ছদ্মনামে নিজের কাজ সোশ্যাল সাইটে তুলে ধরতে থাকেন। এইভাবে একদিন ভাইরাল হয়ে যান। চারিদিকে ছড়িয়ে পড়ে তাঁর কাজ। আসে কোলাবরেশনের অফার। মোটা টাকা আয়ের পথ দেখতে পান তিনি। কিন্তু এসবের মাঝে তাঁর একটি খামতি বাধা হয়ে দাঁড়ায়। মোটা হওয়ায় অনেক খোঁটা শুনতে হয় চলার পথে। তাঁর এই খামতি কী জীবনে সাফল্যে বাধা হয়ে দাঁড়াবে ? নাকি সব বাধা ভেঙে সফলতার সিঁড়ি বেয়ে উঠে যাবেন ফুল্লরা ? ‘ফাটাফাটি’ সিনেমাতে সেই গল্প তুলে ধরা হয়েছে। এই লড়াইয়ে তাঁর পাশে আছেন স্বামী বাচস্পতি (আবির চট্টোপাধ্যায়)। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী সবার মন ছুঁয়ে গিয়েছে।

‘ফাটাফাটি’-এর সাধারণ গল্পকে অসাধারণভাবে পেশ করার কৃতিত্ব জিনিয়া সেন ও সম্রাজ্ঞী মুখোপাধ্যায়ের। কারণ, ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ তাঁদের লেখা। পরিচালনা অরিত্র মুখোপাধ্যায়। ঋতাভরীর পাশাপাশি অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় সত্যি প্রাণবন্ত।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.