Salman khan meets Mamata Banerjee in her house: কলকাতায় এসে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন সলমান খান
দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল। কিন্তু নিরাপত্তার কারণে বারবার সফর পিছিয়ে যাচ্ছিল। অবশেষে আসছেন সলমান খান (Salman khan) । আগামী ১৩ মে সন্ধ্যায় তিলোত্তমা কলকাতায় পা রাখবেন তিনি। আর শোনা যাচ্ছে, শহরে পৌঁছেই সোজা কালীঘাটে যাবেন। তবে মায়ের দর্শনে নয়। দিদির দর্শনে যাবেন। কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করবেন সাল্লু মিয়াঁ। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় আসবেন তিনি। তাঁর সফর ঘিরে আলাদা উন্মাদনা বাড়ছে।
১৩ মে শনিবার শহরে পৌঁছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। তারপর ইস্টবেঙ্গল তাঁবুতে যাবেন শো করতে। ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। এই অনুষ্ঠানটি অনেকদিন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু লাগাতার প্রাণনাশের হুমকির জন্য অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছিল। তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের মাঠে শো করবেন প্রভুদেবা, জ্যাকলিন ফারনান্দেজ, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, পূজা হেগড়ে সহ বেশ কয়েকটি বড় নাম। শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। নাম দেওয়া হয়েছে ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’। অনুষ্ঠানে সলমান খান কী কী চমক দেবেন, তা জানতে আপনাকে টিকিট কেটে পৌঁছে যেতে হবে ইস্ট বেঙ্গলের মাঠে।
No comments:
please do not enter any spam link in the comment box