গর্ভবতী Moushumi Chatterjee কে অশ্লীল প্রশ্ন Rajesh Khanna-র, উত্তরে কী বলেছিলেন অভিনেত্রী

‘বালিকা বধূ’ সিনেমা রিলিজের কিছুদিনের মধ্যেই মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় Moushumi Chatterjee-র। বিয়ে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের দুটি সন্তান। পায়েল ও মেঘা। গর্ভবতী অবস্থায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মূলত শ্বশুর মশাইয়ের আগ্রহে হিন্দি ছবিতে অভিনয়। হিন্দিতে তাঁর ‘Anurag’, ‘Roti Kapda Aur Makan’ দারুণ হিট হয়। এখন দীর্ঘদিন তিনি সিনেমা থেকে দূরে। ২০১৫ সালে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোণের সঙ্গে ‘পিকু’ ছবিতে শেষ অভিনয় করেন। তারপর ২০১৯ সালে মেয়ে পায়েলের মৃত্যুর পর থেকে একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সম্প্রতি তাঁর একটি interview ভাইরাল হয়েছে। বহুদিন পর নিজের জীবন, মেয়ের মৃত্যু ইত্যাদি বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। প্রয়াত Rajesh Khanna-র প্রসঙ্গে একটি বিস্ফোরক কথা বলেন তিনি। জানিয়েছেন, শ্যুটিংয়ে রাজেশ খান্না তাঁকে একটি অশ্লীল প্রশ্ন করেছিলেন। গর্ভবতী মৌসুমীকে তিনি প্রশ্ন করেন, গর্ভে কার সন্তান ? Vinod Mehra-র নাকি স্বামীর ? এই প্রশ্ন শুনে প্রচণ্ড অপমানিত বোধ করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে দিয়েছিলেন কড়া জবাব।

কী জবাব দিয়েছিলেন Moushumi Chatterjee?

একটি Youtube চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন হিরোদের good book-এ থাকতাম না। কারণ, কাউকে রেয়াত করে চলেনি। কোথাও মাথা নামায়নি। মুখের উপর জবাব দিতে পেরেছি সর্বত্র। আজ আর রাজেশ খান্না বেঁচে নেই। তাঁর সম্পর্কে খারাপ কথা বলতে চাই না। যখন তিনি শয্যাশায়ী তখন মেয়েকে নিয়ে ওনাকে একবার দেখতে গিয়েছিলাম। মেয়ে মেঘার সামনেই রাজেশ খান্না আমার প্রশংসা করেন। তবে সেদিন আমি রাজেশ খান্নাকে ছেড়ে দিইনি। তখন রাজেশের স্ত্রী Dimple Kapadia। তিনিও গর্ভবতী ছিলেন। ঋষি কাপুরের সঙ্গে ডিম্পলের প্রেম নিয়ে চর্চা ছিল। আমি ওনার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করি, আপনার স্ত্রীর বাচ্চা কার? আপনার না ডিম্পলের ? আমার কথা শুনে কোনও উত্তর দিতে পারেননি। একেবারে চুপ মেরে গিয়েছিলেন।

কেন সিনেমা থেকে বাদ পড়তেন ?

মৌসুমী জানান, তিনি নামকরা Hero দের গুডবুকে থাকতেন না। তাই একাধিক সিনেমা থেকে বাদ দেওয়া হত। শুধু Desh premi নয়, Barsaat ki ek Raat থেকেও বাদ পড়েছিলেন। তিনি জানান, আমি সাইন করেছি বা কিছুদিন শ্যুটিং পর্যন্ত করেছি। তারপর দেখতাম আমি বাদ। অন্য নায়িকাকে নেওয়া হয়েছে। তার কারণ আমি কোনদিন compromise করিনি। এমনকি অনেক বড় বড় নায়িকা আমাকে বুঝিয়ে ছিলেন, আমি দেখতে ভালো, প্রতিভা আছে কিন্তু হিরোদের গুড বুকে আমি নেই। তাই বেশি সিনেমা পাই না। হিরোদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারলে সিনেমা থেকে বাদ পড়তাম না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.