Modi bows down before Sengol: নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হল ‘ন্যায় দণ্ড’। সাষ্টাঙ্গ প্রণাম Modi-র, দেখুন videos
রবিবার সকালে দেশের নতুন সংসদ ভবন প্রতিষ্ঠার সময় ঘটল এক অভূতপূর্ব ঘটনা। যা উপস্থিত সবাইকে একপ্রকার চমকে দেয়। কংগ্রেস এতদিন ‘সেঙ্গেল’ বা ‘রাজদণ্ড’কে সম্মান করেনি। অভিযোগ ছিল বিজেপির। রবিবার সেই রাজদণ্ডকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ করে ‘সম্মান’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। এদিন ঘটা করে উদ্বোধন হল দেশের নতুন parliament-এর। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। লোকসভার স্পিকারের আসনের পাশে প্রতিষ্ঠিত করলেন সেঙ্গেল বা রাজদণ্ড। এতদিন ইলাহাবাদ জাদুঘরে ছিল এই দণ্ড। প্রধানমন্ত্রীর হাত ধরে তা নতুন সংসদভবনে প্রতিষ্ঠিত হল। কিন্তু এই সেঙ্গেল কী ? আসলে দেশের স্বাধীনতার ইতিহাসের একটি অধ্যায় জুড়ে আছে এই সোনার দণ্ড। জেনে নেওয়া যাক এর ইতিহাস।
তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে ‘সেঙ্গল’ শব্দটির জন্ম। যার অর্থ ‘ন্যায়’। এই প্রথাটি প্রচলিত ছিল দক্ষিণের চোল বংশে। নতুন রাজার রাজ্যাভিষেকের সময় তাঁর হাতে রাজদণ্ড প্রদান করা হতো। মানে ক্ষমতা হস্তান্তর হল। লর্ড মাউন্টব্যাটেন যখন নেহেরুকে ক্ষমতা হস্তান্তরের প্রতীকের প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তখন এই সেঙ্গলের কথা ওঠে। নেহেরু এই বিষয়ে বিস্তারিত জানতে চান সি রাজাগোপালাচারীর কাছে। তখন চোল বংশের প্রাচীন ঐতিহ্যের কথা জানান। সেই প্রথা মেনেই ব্রিটিশরা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়। তামিলনাড়ুতেই এই দণ্ড তৈরি হয়। তৈরি করেছিলেন ভুমিদি বঙ্গারু চেট্টার নামের এক স্বর্ণশিল্পী। পাঁচ ফুট লম্বা এই দণ্ডের মাথায় বসে আছেন শিবের বাহন ‘নন্দী’। পুরাণ মতে, নন্দী ন্যায় বিচারের প্রতীক।
সোনার রাজদণ্ডের ইতিহাস কী ?
1947 সালে ভারত ছেড়ে বিদায় নিয়েছিল ইংরেজ। যাওয়ার আগে স্বাধীনতার প্রতীক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী জোহরলাল নেহেরুর হাতে এই সোনার দণ্ডটি তুলে দিয়েছিলেন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যান্টেন। CONGRESS সরকার সর্ব সাধারণের জন্য জাদুঘরে রেখে দিয়েছিল। সেখান থেকে নিয়ে এসে নতুন পার্লামেন্টে প্রতিষ্ঠিত করল BJP সরকার। Prime minister Modi যখন নতুন সংসদে সেঙ্গল প্রতিষ্ঠাতা করছিলেন তখন কয়েকজন বাদ্যকর ‘নদস্বরম’ নামের একটি বাদ্যযন্ত্র বাজান। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তামিল শৈব মঠের পুরোহিতরা। তাঁরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দেন। সেই সময় কয়েকজন তামিল গায়ক গেয়ে ওঠেন। তখনই মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী।চোল রাজবংশের প্রতীক
তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে ‘সেঙ্গল’ শব্দটির জন্ম। যার অর্থ ‘ন্যায়’। এই প্রথাটি প্রচলিত ছিল দক্ষিণের চোল বংশে। নতুন রাজার রাজ্যাভিষেকের সময় তাঁর হাতে রাজদণ্ড প্রদান করা হতো। মানে ক্ষমতা হস্তান্তর হল। লর্ড মাউন্টব্যাটেন যখন নেহেরুকে ক্ষমতা হস্তান্তরের প্রতীকের প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তখন এই সেঙ্গলের কথা ওঠে। নেহেরু এই বিষয়ে বিস্তারিত জানতে চান সি রাজাগোপালাচারীর কাছে। তখন চোল বংশের প্রাচীন ঐতিহ্যের কথা জানান। সেই প্রথা মেনেই ব্রিটিশরা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়। তামিলনাড়ুতেই এই দণ্ড তৈরি হয়। তৈরি করেছিলেন ভুমিদি বঙ্গারু চেট্টার নামের এক স্বর্ণশিল্পী। পাঁচ ফুট লম্বা এই দণ্ডের মাথায় বসে আছেন শিবের বাহন ‘নন্দী’। পুরাণ মতে, নন্দী ন্যায় বিচারের প্রতীক।
#WATCH | PM Modi bows as a mark of respect before the 'Sengol' during the ceremony to mark the beginning of the inauguration of the new Parliament building pic.twitter.com/7DDCvx22Km
— ANI (@ANI) May 28, 2023
FAQ
Who built parliament in India?
পার্লামেন্ট হাউসের ডিজাইন করেছিলেন হারবারট বেকার। ১৯২১ সালে শিলা স্থাপন হয়। ৬ বছর লাগে ভবন নির্মাণে। ১৯২৭ -এ ভবন উদ্বোধন হয়।
What was the original name of Parliament?
লোকসভা চেম্বার।
New Parliament building built by which Company ?
আর্কিটেক্ট বিমল প্যাটেল। নির্মাণ করেছে টাটা কোম্পানি।
No comments:
please do not enter any spam link in the comment box