Parineeti chopra and Raghav chadda picture lick: বিয়ের আগেই রাঘব-পরিনীতির ‘গোপন’ কীর্তি ফাঁস, ছিঃ ছিঃ করছেন অনেকে
জল্পনা-কল্পনা অনেক দিন ধরেই চলছিল।যদিও সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেননি। কী কারণে এত লুকোছাপা ছিল, তা স্পষ্ট নয়।অবশেষে তাঁরা এক হলেন। শনিবার বাগদান সাড়লেন অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডা (Parineeti chopra and Raghav chadda)। অনেক দিন ধরেই রাজনীতি আর পরিনীতি একসঙ্গে চলছিল। শনিবার আংটি বদল হলেও বিয়ের এখন অনেক মাস বাকি। আর তার আগেই দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গেল। তা নিয়ে সোশ্যাল সাইটে শুরু হয়েছে পোস্টমটেম।কেউ লিখেছেন, একজন জন প্রতিনীধি হয়ে এটা আপনার কীর্তি ?অন্যজন লিখেছেন, গুরুজনদের সামনে এমনটা করতে লজ্জা করল না ? কী করেছিলেন পরিনীতি-রাঘব ?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আদর করে পরিনীতিকে জড়িয়ে ধরেছেন রাঘব। তারপর ঠোঁটে ঠোঁট...। ঘনিষ্ঠ সময়ে চোখ বন্ধ অভিনেত্রীর। কেউ কাট বা অ্যাকশন বলল না। সবটাই সত্যি সত্যি হল। আমাদের দেশে একজন জন প্রতিনীধিকে একটু অন্য চোখে দেখে সাধারণ মানুষ। তাঁর যখন এমন ভিডিও প্রকাশ পায়, তখন সবার ভুরু একটু হলেও বেঁকে যায়। এক্ষেত্রে তেমনটাই হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে ছিঃ ছিঃ রব উঠতে লেগেছে সামাজিক মাধ্যমে। অনেকের বক্তব্য, এটা ভারত। এখানে পাশ্চাত্য সংস্কৃতির মতো কীর্তি করতে লজ্জা লাগল না। কেউ লিখেছেন, নিশ্চয় সেখানে বড়রা হাজির ছিলেন। তাঁদের সামনে এটা করতে ভালো লাগল ? তবে অনেকে সমর্থন করেছেন।তাঁরা লিখেছেন, রাজনীতিবিদ বলে চুমু খাওয়ার অধিকার নেই নাকি ?
শনিবার রাতে দিল্লির কাপুরতলা হাউসে বসেছিল বাগদানের আসর। এসেছিলেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বিয়েতে থাকবেন বলে বিদেশ থেকে উড়ে এসেছেন। তবে নিক জোনাস আসেননি। মেয়ে মালতিকেও দেখা যায়নি। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আদর করে পরিনীতিকে জড়িয়ে ধরেছেন রাঘব। তারপর ঠোঁটে ঠোঁট...। ঘনিষ্ঠ সময়ে চোখ বন্ধ অভিনেত্রীর। কেউ কাট বা অ্যাকশন বলল না। সবটাই সত্যি সত্যি হল। আমাদের দেশে একজন জন প্রতিনীধিকে একটু অন্য চোখে দেখে সাধারণ মানুষ। তাঁর যখন এমন ভিডিও প্রকাশ পায়, তখন সবার ভুরু একটু হলেও বেঁকে যায়। এক্ষেত্রে তেমনটাই হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে ছিঃ ছিঃ রব উঠতে লেগেছে সামাজিক মাধ্যমে। অনেকের বক্তব্য, এটা ভারত। এখানে পাশ্চাত্য সংস্কৃতির মতো কীর্তি করতে লজ্জা লাগল না। কেউ লিখেছেন, নিশ্চয় সেখানে বড়রা হাজির ছিলেন। তাঁদের সামনে এটা করতে ভালো লাগল ? তবে অনেকে সমর্থন করেছেন।তাঁরা লিখেছেন, রাজনীতিবিদ বলে চুমু খাওয়ার অধিকার নেই নাকি ?
শনিবার রাতে দিল্লির কাপুরতলা হাউসে বসেছিল বাগদানের আসর। এসেছিলেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বিয়েতে থাকবেন বলে বিদেশ থেকে উড়ে এসেছেন। তবে নিক জোনাস আসেননি। মেয়ে মালতিকেও দেখা যায়নি। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
No comments:
please do not enter any spam link in the comment box