Priyanka Chopra controversy: অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক , সিনেমা ছেড়ে দিয়েছিলেন Priyanka chopra

Priyanka Chopra controversy: আন্তর্জাতিক আসরে ভারতীয় ছবির অন্যতম প্রতিনিধি Priyanka chopra। হিন্দি সিনেমাকে মাঝে বিদায় জানিয়ে তিনি হলিউড পাড়ার বাসিন্দা হয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি comeback করবেন। তবে পশ্চিমী দুনিয়ায় তিনি যে সাফল্য পেয়েছেন, তা সত্যি গর্বের। miss world- এর খেতাব জয়ের পর বলিউডে আত্মপ্রকাশ। কিন্তু রাস্তা সহজ ছিল না। অনেক ধাক্কার মুখোমুখি হয়েই নিজের সাফল্য অর্জন করেছিলেন Priyanka chopra। জানেন , একবার এক শ্যুটিংয়ে পরিচালক চেয়েছিলেন পোশাক খুলে অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকুন প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন তিনি। Priyanka chopra-এর কথায় সেটা এক ‘অমানবিক’ মুহূর্ত। তবে পরিচালকের নাম বা ছবির নাম তিনি উল্লেখ করেননি। শুধু জানিয়েছেন, ঘটনা ঘটেছিল ২০০২-২০০৩ সালের মধ্যে।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “সেই ছবিতে এক আন্ডার কভার এজেন্টের চরিত্রে কাজ করছিলেন। দৃশ্যটা ছিল, এক ব্যক্তিকে seduced করে কাজ বের করার চেষ্টা করছিলেন। আন্ডার কভার এজেন্টরা হামেশাই এটা করে থাকেন। নতুন ব্যাপার কিছু নয়। এই পর্যন্ত ঠিক ছিল। Priyanka chopra জানান, একটা সময় আমাকে পোশাক খুলতে হয়। আমি চেয়েছিলাম অনেকগুলি পোশাক পড়তে। কিন্তু পরিচালক আমাকে বলেন, তুমি অন্তর্বাস দেখাও। নাহলে কেউ ছবিটা দেখতে কেন আসবে ? শুধু আমাকে এই কথা বলে থামেননি। আমার স্টাইলিশকেও একই নির্দেশ দেন। তখন আমার এটা অত্যন্ত অমানবিক মনে হয়েছিল। মনে হয়েছিল, আমি কী অভিনয় করতে পারি সেটা বড় কথা নয়। আমার শরীরকে ব্যবহার করে দর্শক আনতে চাইছেন পরিচালক। এই কাজ সত্যি কী আমার জন্য” ? এই ঘটনার দু’দিন পর Priyanka chopra সেই ছবি ছেড়ে দেন। বাবা অশোক চোপড়ার নির্দেশে ওই হাউস তাঁর পিছনে যত খরচ করেছে, তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পারিশ্রমিকের আগাম টাকাও তিনি ফিরিয়ে দেন। তবে মিডিয়াতে এই নিয়ে কোনও হাঙ্গামা করেননি। তাহলে পরবর্তী কাজ পেতে মুশকিল হত, সেটা প্রিয়াঙ্কা জানেন। তবে পড়ে ফের একবার ওই পরিচালকের সঙ্গে দেখা হয়েছিল। তখন মেজাজ খুব গরম হয়ে গিয়েছিল তাঁর। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। তখন সলমান খান মধ্যস্থতা করে বিষয়টি নিষ্পত্তি করেন।

নিজের আত্মজীবনী ‘Unfinished’-এ এই ঘটনার কথা উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। ২০০০ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর তামিল ছবি দিয়ে অভিনয় শুরু করেন প্রিয়াঙ্কা। হিন্দিতে তাঁর প্রথম ছবি ছিল ‘Hero: life of a spy’। বর্তমানে স্বামী ও মেয়েকে নিয়ে লস এঞ্জেলসে থাকেন Priyanka chopra। সম্প্রতি তাঁকে ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এ দেখা গিয়েছে। ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির হাত ধরে ফের বলিউডে ফিরছেন Priyanka chopra

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.