জীবনের সবথেকে অমূল্য সম্পদ শৈশব। সব মানুষের কাছে ছোটবেলার স্মৃতি সবথেকে ভালো হয়। খেলাধূলা, আনন্দ-হইচই, সঙ্গে বড়দের আদর। সব মিলিয়ে সুন্দর হয় ছেলেবেলা। কিন্তু একদিন কালের নিয়মে মানুষ বড় হয়। কঠিন হয়ে ওঠে সবকিছু। হাজারো ঝুট ঝামেলার মাঝে বারবার ফিরে ফিরে আসে শৈশব। স্মৃতি হয়ে। সেই স্মৃতি সব সময় সুখের। তারকা হোক বা সাধারণ মানুষ। সবার কাছে ছেলেবেলা ভীষণ স্পেশাল। সময়ে-অসময়ে ছেলেবেলায় ফ্রেম বন্দি স্মৃতি ফিরে ফিরে আসে সামাজিক মাধ্যমের পাতায়। তারকাদের ছোটবেলা দেখে বিস্মৃত হন ভক্তরা। আসলে সবার সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার আনন্দ আলাদা। আর সেই সব ছবি সবাইকে নস্টালজিক করে তোলে।
দু’দিন আগে মাতৃ দিবস উপলক্ষে মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্ত সোশ্যাল সাইটে ভাগ করেছেন একাধিক তারকা। সঙ্গে লিখেছেন মনের কথা। অনিল কাপুরের কন্যা সোনম কাপুর নিজেও এখন মা। মাতৃ দিবসে তিনি ফিরে গিয়েছিলেন ৩০ বছর আগে। ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে ছোট্ট সোনম কাপুর। ছবিটি দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। মায়ের কোলে বসে হাসিখুশি সোনম। চোখে- মুখে দুষ্টমি। হাতের একটি আঙুল মুখে দিয়ে হাসি ভরা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে। মাথায় চুল ঝুটি করে বাঁধা। আর একটি ছবিতে মায়ের কোলে শান্ত হয়ে বসে আছেন সোনম। তাঁর দুষ্ট-মিষ্ট ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা (sonam kapoor Instagram)।
ছবিগুলি এত আগের তোলা যে অনেকে চিনতে পারেননি। তবে আন্দাজ করেছেন বেশিভাগ মানুষ। অনিলের স্ত্রী সুনিতা বিনোদন জগতের মানুষ নন। তাই অনেকেই তাঁকে চিনতে পারেননি। তবে তিনি কোন বলিউড সুন্দরীদের থেকে কম নন। অনিল-সুনিতা কাপুরের দুই মেয়ে এবং ছেলে। বড় মেয়ে সোনম। ছোট মেয়ে রিয়া। ছেলে সবার ছোট। হর্ষবর্ধন। সঞ্জয় লীলা বনশালির ছবি ‘সাঁবরিয়া’ দিয়ে বিনোদনের জগতে প্রবেশ করেন সোনম। ছোট বোন অবশ্য সিনেমায় আসেননি। তিনি ফ্যাশন দুনিয়ার অংশ। নায়িকা হওয়ার আগে সোনম সহকারী পরিচালক হিসেবে সঞ্জয় লীলা বনশালিকে ‘ব্ল্যাক’ ছবিতে সাহায্য করেছিলেন।
‘সাঁবরিয়া’ ফ্লপ করে। কিন্তু সুন্দরী সোনম সবার মন জয় করে নিয়েছিলেন। তাঁর রূপ দেখে মুগ্ধ হয়ে ছিলেন সকলে। সোনমের প্রথম বাণিজ্যিক হিট ছিল রোমান্টিক কমেডি ছবি ‘আই হেট লাভ স্টোরি’। এরপর একাধিক ফ্লপের পর ‘রাঞ্জনহা’ (২০১৩) তাঁর জীবনের টার্নিং পয়েন্ট ছিল। তবে কেরিয়ারের সবথেকে বড় হিট ছিল সলমান খানের সঙ্গে ‘প্রেম রতন ধন পাও’ (sonam kapoor movies)। ২০১৬ সালে ‘নীরজা’ ছবিতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
এখন সিনেমা থেকে অনেক দূরে স্বামী- সন্তান নিয়ে সুখে আছেন সোনম। ২০১৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। সরাসরি কথা বলার জন্য মিডিয়াতে তিনি খুব জনপ্রিয়। স্তন ক্যান্সার এবং সমকামী অধিকার নিয়ে তিনি রাস্তার নেমেছিলেন। কিছুদিন আগে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন। খুব তারাতারি তিনি ফ্লিমে ফিরছেন। ‘ব্লাইন্ড’ নামের একটি ছবিতে দেখা যাবে তাঁকে।
দু’দিন আগে মাতৃ দিবস উপলক্ষে মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার মুহূর্ত সোশ্যাল সাইটে ভাগ করেছেন একাধিক তারকা। সঙ্গে লিখেছেন মনের কথা। অনিল কাপুরের কন্যা সোনম কাপুর নিজেও এখন মা। মাতৃ দিবসে তিনি ফিরে গিয়েছিলেন ৩০ বছর আগে। ছবিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে ছোট্ট সোনম কাপুর। ছবিটি দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। মায়ের কোলে বসে হাসিখুশি সোনম। চোখে- মুখে দুষ্টমি। হাতের একটি আঙুল মুখে দিয়ে হাসি ভরা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে। মাথায় চুল ঝুটি করে বাঁধা। আর একটি ছবিতে মায়ের কোলে শান্ত হয়ে বসে আছেন সোনম। তাঁর দুষ্ট-মিষ্ট ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা (sonam kapoor Instagram)।
ছবিগুলি এত আগের তোলা যে অনেকে চিনতে পারেননি। তবে আন্দাজ করেছেন বেশিভাগ মানুষ। অনিলের স্ত্রী সুনিতা বিনোদন জগতের মানুষ নন। তাই অনেকেই তাঁকে চিনতে পারেননি। তবে তিনি কোন বলিউড সুন্দরীদের থেকে কম নন। অনিল-সুনিতা কাপুরের দুই মেয়ে এবং ছেলে। বড় মেয়ে সোনম। ছোট মেয়ে রিয়া। ছেলে সবার ছোট। হর্ষবর্ধন। সঞ্জয় লীলা বনশালির ছবি ‘সাঁবরিয়া’ দিয়ে বিনোদনের জগতে প্রবেশ করেন সোনম। ছোট বোন অবশ্য সিনেমায় আসেননি। তিনি ফ্যাশন দুনিয়ার অংশ। নায়িকা হওয়ার আগে সোনম সহকারী পরিচালক হিসেবে সঞ্জয় লীলা বনশালিকে ‘ব্ল্যাক’ ছবিতে সাহায্য করেছিলেন।
‘সাঁবরিয়া’ ফ্লপ করে। কিন্তু সুন্দরী সোনম সবার মন জয় করে নিয়েছিলেন। তাঁর রূপ দেখে মুগ্ধ হয়ে ছিলেন সকলে। সোনমের প্রথম বাণিজ্যিক হিট ছিল রোমান্টিক কমেডি ছবি ‘আই হেট লাভ স্টোরি’। এরপর একাধিক ফ্লপের পর ‘রাঞ্জনহা’ (২০১৩) তাঁর জীবনের টার্নিং পয়েন্ট ছিল। তবে কেরিয়ারের সবথেকে বড় হিট ছিল সলমান খানের সঙ্গে ‘প্রেম রতন ধন পাও’ (sonam kapoor movies)। ২০১৬ সালে ‘নীরজা’ ছবিতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
এখন সিনেমা থেকে অনেক দূরে স্বামী- সন্তান নিয়ে সুখে আছেন সোনম। ২০১৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। সরাসরি কথা বলার জন্য মিডিয়াতে তিনি খুব জনপ্রিয়। স্তন ক্যান্সার এবং সমকামী অধিকার নিয়ে তিনি রাস্তার নেমেছিলেন। কিছুদিন আগে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন। খুব তারাতারি তিনি ফ্লিমে ফিরছেন। ‘ব্লাইন্ড’ নামের একটি ছবিতে দেখা যাবে তাঁকে।
No comments:
please do not enter any spam link in the comment box