Abir chatterjee personal life: আবির চট্টোপাধ্যায়ের গালে কাটা দাগটি কিসের ? জানেন ?

বয়স ৪০ পেরলো কী হবে ? আজও তিনি কলেজ পড়ুয়াদের ক্রাশ। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) সিরিয়াল থেকে উত্থান হয়ে আজ বড় পর্দার ব্যোমকেশ বক্সী। দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত। ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে ৩৩ টি হিট ছবির তিনি ছিলেন প্রধান চরিত্র। পর্দায় ব্যোমকেশ হিসেবে সবথেকে গ্রহণ যোগ্যতা আছে শুধু তাঁর। কোন সিনেমায় আদর্শ প্রেমিক বা স্বামী। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ফাটাফাটি’। বডি শেমিংয়ের বিরুদ্ধে জোরদার আওয়াজ এই সিনেমা। এখন বঙ্গ নারীদের কাছে আবির হলেন সবথেকে বেশি গ্রহণ যোগ্য স্বামী। বাস্তব জীবনেও তাই। আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে (abir chatterjee wife) নিয়ে কটূক্তির অন্ত নেই। স্বামী হিসেবে আবির তাঁর পাশে দাঁড়িয়েছেন। সুদর্শন চেহারার আবিরের গালে আছে একটি লম্বা কাটা দাগ। জানেন কীভাবে এই দাগ হল ? কিসের ক্ষত এটি ?

১৯৮০ সালের ১৮ নভেম্বর কলকাতায় জন্ম আবিরের। বাবা থিয়েটার ব্যক্তিত্ব ফাল্গুনি চট্টোপাধ্যায় (abir chatterjee father), মা অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায়। ছোট থেকেই অভিনয় পরিবেশে বড় হলেও পড়াশোনায় বেশ ভালো ছিলেন তিনি। গোয়েংকা কলেজ অ্যান্ড বিজনেশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বি কম ডিগ্রি পাওয়ার পর এমবিএ শেষ করেন। তবে বাবা-মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে আসেন। সিরিয়াল থেকে শুরু। জন্মভূমি, এক আকাশের নীচে, সময়, খুঁজে বেড়াই কাছের মানুষ, বহ্নিশিখা ইত্যাদি বেশ কিছু ধারাবাহিকে টানা কয়েক বছর কাজ করার পর প্রথম ছবি ২০০৯ সালে ‘ক্রশ কানেকশন’ (abir chatterjee movies) । তবে ব্যোমকেশ চরিত্র অভিনেতা হিসেবে তাঁর পায়ের তলার মাটি শক্ত করেছে।


গালে একটি কাটা দাগ নিয়েই আবির আজ প্রতিষ্ঠিত। বরং গালের ক্ষত তাঁর চেহারাকে আরও বেশি আকর্ষণীয় করেছে। কীভাবে হল এই দাগ ? জন্ম থেকে দাগটি ছিল না। ছোটবেলায় সাইকেল চালিয়ে একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। রাস্তায় জল জমে ছিল। সাইকেল হঠাৎ পিছলে যায়। উল্টে পড়েন আবির। সাইকেলের হ্যান্ডেল গালে বসে যায়। বিরাট ক্ষত তৈরি হয়। রক্তাক্ত আবির সেদিন ওইভাবেই বাড়ি ফিরেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে গালের ক্ষত শুকিয়ে গেলেও দাগটি রয়ে গিয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.