Shahrukh khan painful treatment: নগ্ন করে গোপানাঙ্গে ফোটানো হয় সূচ, শাহরুখ খানের ভয়াবহ অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

চার বছর পর পর্দায় ফিরে কাঁপিয়ে দিয়েছেন কিংখান। তাঁর ‘পাঠান’ টানা একমাস দেশে-বিদেশের বিভিন্ন হলে হইহই করে চলেছে (pathan movie shahrukh khan)। হাজার কোটির বেশি উপার্জন করে সর্বকালীন রেকর্ড স্থাপন করেছে। প্রমাণ করে দিয়েছেন ৫৭ বছর বয়সেও শাহরুখ এখনও শাহরুখ খানই (shah rukh khan) আছেন। কিন্তু শরীর মাঝে মাঝেই জবাব দেয়। নানা ধরনের অসুখে আক্রান্ত তিনি। একাধিকবার সার্জারি হয়েছে। শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। তবে এসবের মধ্যে সবথেকে বেশি বেদনাদায়ক ছিল গোপানাঙ্গে ইঞ্জেকশন নেওয়া (Shahrukh khan painful treatment) । না কোন গুপ্ত রোগে কিংখান আক্রান্ত হননি। পিঠে ব্যাথার নিরাময়ের জন্য এক চিকিৎসক তাঁর গোপানাঙ্গে সূচ ফুটিয়েছিলেন। সেই ঘটনা এখন মজার ছলে বলে থাকেন শাহরুখ। কিন্তু সেই সময় তাঁকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, তা শাহরুখ খানের বর্ণনা থেকেই স্পষ্ট (shahrukh khan pathan movie)।

ভক্তদের সঙ্গে আড্ডা বা কোন সাক্ষাৎকার। বরাবর নিজের রসবোধের পরিচয় দিয়েছেন শাহরুখ (arts and entertainment)। তিনি এমন এক ব্যক্তি, যিনি নির্দ্বিধায় নিজেকে নিয়ে মজা করতে পারেন। নিজের ব্যক্তিগত জীবনের কথাও লুকিয়ে রাখেন না। এমনকি গোপানাঙ্গে সূচ ফোটানোর কথাও গোপন করেননি। সেই ঘটনা বহু বছর আগের। রাকেশ রোশনের ‘কয়লা’ (Koyla) ছবির শ্যুটিংয়ে পিঠে গুরুতর চোট পেয়েছিলেন কিংখান (shah rukh khan)। শ্যুটিংয়ে হাঁটু, পা, কাঁধ আর পিঠে চোট পেয়েছিলেন। একাধিক সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। তবে তাঁর আগে পিঠের ভয়ানক ব্যাথা নিয়ে এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সব দেখে শুনে সেই ডাক্তার যা বলেছিলেন, তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শাহরুখ।

শাহরুখকে পরীক্ষা করে সেই চিকিৎসক জানান, পিঠের এই ব্যাথা থেকে বাকশক্তি চলে যেতে পারে। শুধু তাই নয়, চিরদিনের মতো পক্ষাগাতগ্রস্থ পর্যন্ত হতে পারেন তিনি। এই কথা শুনে যেকোনও মানুষ ভয় পেয়ে যাবে। শাহরুখও পেয়েছিলেন। চিকিৎসক তাঁকে আক্যুপাংচার পদ্ধতিতে চিকিৎসা করানোর পরামর্শ দেন। শাহরুখ খান ভেবেছিলেন, তাঁর ঘাড়ে হয়তো সূচ ফোটানো হবে। কিন্তু না। ডাক্তার জানান, গোপানাঙ্গে সূচ ফোটানো হবে। চিকিৎসকের কথায় শাহরুখ আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসক তাঁকে প্যান্ট খুলতে বলেন। আতঙ্কিত শাহরুখের তখন করুণ দশা। শেষ পর্যন্ত নগ্ন হতে হয়। চিকিৎসকও সূচ ফুটিয়ে দেন। প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল।

এখন এত বছর পরে সেই ঘটনা শাহরুখ মজার ছলে জানিয়েছেন। ঘটনাটি শুনে তাঁর ভক্তরা যেমন মজা পেয়েছেন, তেমনি শাহরুখ খানকে কী কষ্ট সহ্য করতে হয়েছিল, ভেবে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.