Controversial Bollywood actor Alok nath: নিজের ‘বউমা’র সঙ্গে প্রেম বলিউডের আদর্শ বাবা অলোক নাথের, জানুন বিস্তারিত

বলিউডের ‘সংস্কারী বাবা’ অলোক নাথ (Alok nath) । ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে ‘হাম সাথ সাথ হ্যায়’। ৯০ দশকে একাধিক হিন্দি সিনেমায় নায়ক বা নায়িকার বাবার ভূমিকায় অলোক নাথের অভিনয় মানুষের মন স্পর্শ করে ছিল। কিন্তু রিল আর রিয়েলের বিস্তর ফারাক। ব্যক্তিগত জীবনে অলোক নাথের সঙ্গে সিনেমার অলোক নাথের কোন মিল নেই। সিনেমার তাঁর সংস্কারী ভাবমূর্তি। কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন। কয়েক বছর আগে যখন ‘মি টু’ (me too) মুভমেন্ট শুরু হয়েছিল, তখন সবথেকে বেশি অভিযোগ ওঠে অলোক নাথের বিরুদ্ধে। মদ খেয়ে শ্যুটিং স্পটে মাতলামো থেকে মহিলা সহ-শিল্পীদের সঙ্গে অভ্যব আচারণ। এমনকি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপর থেকে অলোক নাথ সেই যে অদৃশ্য হলেন, আর হিন্দি সিনেমায় তাঁকে দেখা যায় না। এমনকি সিরিয়াল থেকেও তিনি মিসিং। টিভি প্রযোজক বিনিতা নন্দা অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ১৯৯০ সালে জি টিভির জন্য ‘তারা’ সিরিয়ালের শ্যুটিংয়ের সময় অলোকনাথ তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০১৯ সালে মামলাটি বন্ধ হয়ে যায়।

সিনেমাতে পুরোদমে অভিনয় শুরুর আগে অলোক নাথ দূরদর্শনের নিয়মিত অভিনেতা ছিলেন। ১৯৮৬ সালে তিনি ‘বুনিয়াদ’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অলোক নাথ। সেই ধারাবাহিকে তাঁর পুত্রবধূর চরিত্রে কাজ করে ছিলেন নীনা গুপ্তা। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। পর্দায় শ্বশুর- বউমার চরিত্র করতে গিয়ে তাঁরা কাছাকাছি আসেন।

যদিও সেই রিলেশন বেশিদিন স্থায়ী হয়নি। সিরিয়াল শেষ হওয়ার আগেই সম্পর্ক ভেঙে যায়। নীনা গুপ্তার জন্য সম্পর্ক ভেঙে ছিল । তিনি তখন অন্য কারও সঙ্গে প্রেম করছিলেন। অলোক নাথ সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন। নীনা গুপ্তা তখন অন্যকিছু ভাবছিলেন। প্রেম ভেঙে যাওয়ার পর ১৯৮৮ সা;এ আশু সিংকে বিয়ে করেন অলোক নাথ। তাঁদের এক ছেলে ও এক মেয়ে হয়। অন্যদিকে, নীনা তখন ক্রিকেটার ভিভ রিচারডসের সঙ্গে প্রেম করে মা হয়েছিলেন। বিয়ে না করেই তখনকার দিনে সিঙ্গেল মাদার ছিলেন তিনি। একাই অনেক লড়াই করে মেয়ে মাসাবাকে বড় করেন। নীনা গুপ্তা এখনো কাজ করলেও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন অলোক নাথ (Alok nath)

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.