Rituparna Sengupta daughter: মায়ের মতোই সুন্দরী হয়ে উঠছে ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে, দেখুন ছবি

বাংলা ছবির (Bangla movies) অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) । কেরিয়ারের দিক থেকে তিনি যেমন সফল, ঠিক তেমনি একজন সফল মা। কলকাতার পাশাপাশি তাঁর সংসার আছে সিঙ্গাপুরে। ১৯৯৯ সালে ছোটবেলায় বন্ধু ও মোবি অ্যাপের প্রতিষ্ঠাতা-সিইও সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান। ছেলে অঙ্কন ও মেয়ে ঋষণা। কর্মসূত্রে এখন সিঙ্গাপুরে থাকেন সঞ্জয় চক্রবর্তী। ছেলে-মেয়েরাও সেখানকার স্কুলেই পড়াশোনা করে। দেখতে দেখতে তারাও অনেক বড় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ফ্যামিলির ছবি শেয়ার করেন ঋতুপর্ণা। কাজের জন্য কখনো মুম্বাই, আবার কখনো কলকাতায় থাকেন তিনি। আর কাজ থেকে ফুরসৎ পেলেই উড়ে যান সিঙ্গাপুর।

কিছু দিনের মধ্যেই রিলিজ হবে ‘দত্তা’। হাতে এখন প্রচুর কাজ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘স্পর্শ’। এছাড়া ‘অগ্নিবীণা’, ‘ছোট মা’, ‘জখম’, ‘ছুটি’, ‘গাংচিল’-এর মতো একাধিক প্রজেক্টের কাজ চলছে। তাই ছেলে-মেয়েদের জন্য সময় বের করা কঠিন। সোশ্যাল মিডিয়াতে ছেলেমেয়েদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন ঋতুপর্ণা। গত ১২ মে ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। ঋতুপর্ণার পারিবারিক মুহূর্ত দেখে অভিভূত ভক্তরা।

ঋতুপর্ণা যে ছবি শেয়ার করেছেন, সেখানে ছেলেমেয়ের পাশাপাশি স্বামীকেও দেখা যাচ্ছে। তবে সবার মধ্যে নজর কেড়েছেন মেয়ে ঋষণা। ফুটফুটে ছোট মেয়েটি এখন অনেকটাই বড়। মায়ের মতো সুন্দর দেখতে। তার মিষ্টি ছবিগুলি দেখে সবাই মুগ্ধ। মা ও মেয়ে একাধিক সেলফি তুলেছে। মেয়ের ছবি কোলাজ করে সোশ্যাল সাইটে দিয়েছেন ঋতুপর্ণা। ক্যাপশন লিখেছেন, ঋষণা জানে না মা তাকে কতটা ভালোবাসে। জন্মদিনে তাকে শুভেচ্ছা। মায়ের ভালোবাসা চিরদিন তাকে ঘিরে থাকবে। ঋতুপর্ণার পাশাপাশি নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.