এখানে আকাশ নীল বা ইষ্টি কুটুম। বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম ঋষি কৌশিক (Rishi Kaushik) । কিন্তু যে আসলে বাঙালি নন, তা তাঁর উচ্চারণ শুনলে কেউ বলতে পারবেন না। এতটাই বাংলার সঙ্গে মিশে গিয়েছেন তিনি। সিনেমা দিয়ে অভিনয় শুরু করলেও সিরিয়াল তাঁকে খ্যাতি-অর্থ-যশ সব দিয়েছে। সিনেমা, সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও (arts & entertainment) দেখা যাচ্ছে তাঁকে। কিছু দিন আগেই জি ফাইবের ‘শ্বেতকালী’ (Swetkali zee 5) সিরিজে জমিদারের চরিত্রে অভিনয় করেন। সুঠাম চেহেরা, সুদর্শন ঋষি কৌশিক বরাবরই মহিলা মহলে ভীষণ জনপ্রিয়। আর সেটাই তাঁর ইউএসপি (USP)। জনপ্রিয়তার মূল চাবিকাঠি। তার সঙ্গে ভালো অভিনয়ের সুবাদে কোনদিন কাজের অভাব হয়নি। তবে জানেন কি ? মা-মাসিদের নয়নের মণির জন্ম বাংলার বাইরে। কাজের সন্ধানে ঋষি কৌশিক কলকাতায় পা রাখেন। জানেন তাঁর প্রকৃত নাম ?
জন্ম ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর অসমের তেজপুরে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ২০০২ সালে ঋষি কৌশিক বাংলায় আসেন। তখন তিনি সম্পূর্ণ নবাগত। প্রথম সুযোগ পেয়েছিলেন ‘দমন’ নামের একটি টেলিফ্লিমে। তার আগে অসমীয়া ভাষায় ‘রং’ নামের একটি ছবিতে হিরো হিসেবে কাজ করেছিলেন। ছবিটির পরিচালক ছিলেন মুনিন বড়ুয়া। বাংলায় প্রথম সিনেমা ‘ক্রান্তি’ (bengali movie)। নায়ক ছিলেন জিত। এই ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করেন ঋষি কৌশিক। মূল ভিলেন ছিলেন আশিষ বিদ্যার্থী। কিন্তু শুধুমাত্র অভিনয়ের জোরে তিনি ইন্ডাস্ট্রির নজর কাড়তে পেরেছিলেন। এরপর তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’, ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’, ‘ভিলেন’, ‘ফেলুদা ফেরত’ (bangla movie) ইত্যাদি বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
সিনেমার পাশাপাশি সিরিয়ালেও নিয়মিত অভিনয় শুরু করেন। প্রথম ধারাবাহিক ‘একদিন-প্রতিদিন’ (২০০৫-২০০৭)। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক থেকে। এই সিরিয়ালে তাঁর ডক্টর উজান মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় মানুষের মনে গেঁথে যায়। ঋষি কৌশিকের জনপ্রিয় ধারাবাহিক গুলি মধ্যে অন্যতম ‘মুখোশ মানুষ’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’ ইত্যাদি। এখন তাঁকে দেখা যাচ্ছে কালারস বাংলার সিরিয়াল ‘সোনা রোদের গান’-এ।
এত বছরের অভিনয় জীবনে কেউ তাঁকে দেখে বুঝতে পারবে না, ঋষি কৌশিক আসলে অসমীয়া। ঝরঝরে বাংলায় সংলাপ বলেন তিনি। পাশাপাশি দারুণ অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। করে চলেছেন। বাংলায় তাঁর সারা বছর কাজ থাকে। ব্যস্ততার মধ্যেও মন পড়ে থাকে তেজপুরে। অবশ্য এখন তাঁর ঘরবাড়ি কলকাতা। অভিনয় আর বাইক তাঁর প্যাশন। সুযোগ পেলেই বাইক নিয়ে বেড়িয়ে পড়েন। দুবছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকেই হয়তো জানেন না, ঋষি কৌশিক তাঁর আসল নাম নয়। ঋষি তাঁর ডাক নাম। বিখ্যাত এই অভিনেতার আসল নাম কামাখ্যা কিংকর কৌশিক। কেন নাম পাল্টেছিলেন ? উত্তরে একটি নিউজ চ্যানেলকে তিনি জানান, ঋষি নামেই বাড়ির লোকজন বেশি ডাকে। এখন ডাক নামটাই আসল নাম হয়ে গিয়েছে। ২০১২ সালে তিনি বাংলাদেশী অভিনেত্রী দেবযানীকে (rishi kaushik wife) বিয়ে করেন।
জন্ম ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর অসমের তেজপুরে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ২০০২ সালে ঋষি কৌশিক বাংলায় আসেন। তখন তিনি সম্পূর্ণ নবাগত। প্রথম সুযোগ পেয়েছিলেন ‘দমন’ নামের একটি টেলিফ্লিমে। তার আগে অসমীয়া ভাষায় ‘রং’ নামের একটি ছবিতে হিরো হিসেবে কাজ করেছিলেন। ছবিটির পরিচালক ছিলেন মুনিন বড়ুয়া। বাংলায় প্রথম সিনেমা ‘ক্রান্তি’ (bengali movie)। নায়ক ছিলেন জিত। এই ছবিতে ভিলেন হিসেবে অভিনয় করেন ঋষি কৌশিক। মূল ভিলেন ছিলেন আশিষ বিদ্যার্থী। কিন্তু শুধুমাত্র অভিনয়ের জোরে তিনি ইন্ডাস্ট্রির নজর কাড়তে পেরেছিলেন। এরপর তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’, ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’, ‘ভিলেন’, ‘ফেলুদা ফেরত’ (bangla movie) ইত্যাদি বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন।
সিনেমার পাশাপাশি সিরিয়ালেও নিয়মিত অভিনয় শুরু করেন। প্রথম ধারাবাহিক ‘একদিন-প্রতিদিন’ (২০০৫-২০০৭)। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক থেকে। এই সিরিয়ালে তাঁর ডক্টর উজান মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় মানুষের মনে গেঁথে যায়। ঋষি কৌশিকের জনপ্রিয় ধারাবাহিক গুলি মধ্যে অন্যতম ‘মুখোশ মানুষ’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’ ইত্যাদি। এখন তাঁকে দেখা যাচ্ছে কালারস বাংলার সিরিয়াল ‘সোনা রোদের গান’-এ।
এত বছরের অভিনয় জীবনে কেউ তাঁকে দেখে বুঝতে পারবে না, ঋষি কৌশিক আসলে অসমীয়া। ঝরঝরে বাংলায় সংলাপ বলেন তিনি। পাশাপাশি দারুণ অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। করে চলেছেন। বাংলায় তাঁর সারা বছর কাজ থাকে। ব্যস্ততার মধ্যেও মন পড়ে থাকে তেজপুরে। অবশ্য এখন তাঁর ঘরবাড়ি কলকাতা। অভিনয় আর বাইক তাঁর প্যাশন। সুযোগ পেলেই বাইক নিয়ে বেড়িয়ে পড়েন। দুবছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকেই হয়তো জানেন না, ঋষি কৌশিক তাঁর আসল নাম নয়। ঋষি তাঁর ডাক নাম। বিখ্যাত এই অভিনেতার আসল নাম কামাখ্যা কিংকর কৌশিক। কেন নাম পাল্টেছিলেন ? উত্তরে একটি নিউজ চ্যানেলকে তিনি জানান, ঋষি নামেই বাড়ির লোকজন বেশি ডাকে। এখন ডাক নামটাই আসল নাম হয়ে গিয়েছে। ২০১২ সালে তিনি বাংলাদেশী অভিনেত্রী দেবযানীকে (rishi kaushik wife) বিয়ে করেন।
No comments:
please do not enter any spam link in the comment box