TMC mla Madan Mitra in cinema: ‘ওহ লাভলি’, রাজনীতি থেকে সোজা সিনেমার পর্দায়, কোন ছবির শ্যুটিং করলেন মদন মিত্র ?

কুখ্যাত বা বিখ্যাত। আসলে দুটোই কিন্তু খ্যাতি। তৃণমূলের বিধায়ক মদন মিত্রের ক্ষেত্রে কথাটি একদম অপরিহার্য। রাজনীতির আঙিনায় বিতর্কিত কথা বলে বারবার আলোচনায় বা সমালোচনায় থেকেছেন। আবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে জেল খেটেও এসেছেন। ফিরে এসে আবার স্বমহিমায় মদন মিত্র (Madan Mitra) । ইদানিং রাজনীতি কম, গ্লামার দুনিয়ায় বেশি যাতায়াত করছেন তিনি। কখনো হুক্কা বারে সুন্দরী তন্বীর কোমর জড়িয়ে ফটোশ্যুট। আবার কখনো বাংলা ছবির নায়িকাদের সঙ্গে গঙ্গার বুকে নৌকা বিহার। এই নিয়ে নিন্দুকরা মুখ টিপে হাসলেও মদন আছেন মদনেই। সুন্দরীদের দিকে ‘মদনবাণ’ মারতে তিনি ওস্তাত। এহেন মদন বাবু আর কতদিন রূপালি পর্দা থেকে দূরে থাকবেন (caricature artist)। সিনেমায় তাঁর অভিষেক হয়েই গেল। স্বভাবে রঙ্গিন মদন মিত্র এবার রঙিন পর্দায়। সদ্য শেষ করেছেন একটি ‘মিষ্টি’ পারিবারিক ছবির শ্যুটিং। একদিন আগে ছবির প্রমোশনাল ভিডিও শ্যুট করতে গিয়ে ধুতি-পাঞ্জাবী পড়ে একটু কোমর দোলালেন।

কোন ছবিতে মদন মিত্র ?

ছবির নাম ‘ওহ লাভলি’। মদন বাবুর কথায় মিষ্টি পারিবারিক ছবি। তৃণমূল বিধায়ক এখানে বড়লোক চালকল মালিকের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর রেষারেষি আর এক চালকল মালিকের সঙ্গে। বিপক্ষে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে আছেন লাবনি সরকার। রেষারেষি চরমে উঠলে দুজন তাঁদের ছেলে-মেয়ের মধ্যে বিয়ে দিয়ে শত্রুতা জারি রাখার সিদ্ধান্ত নেন। এই নিয়ে গল্প। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিত্যদিন হিরো সাজলেও বাস্তবে প্রায় ৭০ ছুঁই ছুঁই মদন মিত্রকে নায়কের রোল পরিচালক দেননি। যদি মদন মিত্র (Madan Mitra) নায়ক হতেন, তাহলে কেমন হতো, সেটা জানার বড় ইচ্ছা রইল (caricature artist)। কথায় কথায় তিনি ‘ওহ লাভলি’ বলে থাকেন। বিখ্যাত সংলাপ। এই নিয়ে কত মিম তৈরি হয়েছে। সিনেমার নির্মাতারা সেই সংলাপকে কাজে লাগানোর চেষ্টা করেছেন।

সিনেমাতে নেতা-মন্ত্রীদের অভিনয় নতুন কিছু নয়। বাম আমলে দমকল মন্ত্রী প্রতীম বন্দ্যোপাধ্যায় অনেক বাংলা ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। যার মধ্যে সূর্য, তুলকালাম ইত্যাদি উল্লেখযোগ্য। পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হিন্দিতে প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিং বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। কিছুদিন আগে তৃণমূল সাংসদ শান্তনু সেন ‘কন্যাশ্রী’ নামের একটি সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.