Guddi serial fame Shamoupti started her career as child artist: ছোট চুলের এই শিশুশিল্পী আজ নামকরা সিরিয়াল অভিনেত্রী, পরিচয় জানলে অবাক হবেন
সিনেমা হোক বা সিরিয়াল। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁরা খুব ছোট বয়স থেকে কেরিয়ার শুরু করে ছিলেন। পরে নাম করা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন। যেমন, সোহম। মাত্র তিন বছর বয়সে অঞ্জন চৌধুরীর ‘ছোট বউ’ সিনেমায় কাজ করেছিলেন। আজ তিনি বাংলার নামকরা হিরো। আবার শাসক দলের বিধায়ক। এটা তো একদিক, অন্য পার্টও আছে। ছোটবেলায় অভিনয় করে জনপ্রিয়তা পেলেও বড় হয়ে হারিয়ে গিয়েছেন। এমন উদাহরণ বোধ হয় সবথেকে বেশি। অঞ্জন চৌধুরীর ‘শত্রু’ ছবির গুরুত্ব পূর্ণ অংশ ছিলেন মাস্টার বিট্টু। তাঁর অভিনয় মানুষের আজও মনে আছে। কিন্তু আজ তিনি কোথায় ? সিরিয়ালেও শিশুশিল্পী হিসেবে কাজ করে পরে নাম করেছেন এমন নামও আছে। যেমন, শামৌপ্তি মুদুল।
স্টার জলসার এখন অন্যতম হিট সিরিয়াল ‘গুড্ডি’ (Guddi) । প্রধান ভূমিকায় যিনি অভিনয় করছেন অর্থাৎ শামৌপ্তি মুদুলের জার্নি অনেক আগেই শুরু হয়ে ছিল। এই মুহূর্তে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শামৌপ্তি অন্যতম নাম। গুড্ডির আগে ‘ধ্রুবতারা’ সিরিয়াল করেছিলেন। কিন্তু সেটি তাঁর প্রথম কাজ নয়। শুরুটা অনেক আগেই হয়ে ছিল। গুড্ডি বা শামৌপ্তি একজন শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় পা রেখেছিলেন। তাই অনেকের তাঁকে চেনা চেনা ঠেকেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে জি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’(Choker Bali) উপন্যাস মেগা সিরিয়াল হিসেবে অবতীর্ণ হয়েছিল। এমন ক্লাসিক উপন্যাসকে মেগা সিরিয়াল হিসেবে দর্শক নেয়নি। খুব বেশিদিন সিরিয়াল চলেনি। এই সিরিয়ালে এক বাল্যবিধাবার চরিত্র করে ছিলেন শামৌপ্তি। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল সরযূ। পার্শ্ব চরিত্র হলেও তাঁর অভিনয় দর্শকদের ভালো লেগেছিল। সেই বাচ্চা মেয়ে এখন স্টার জলসার জনপ্রিয় নায়িকা।
সম্প্রতি ‘চোখের বালি’র শামৌপ্তির ছবি আর ‘গুড্ডি’র ছবি পাশাপাশি শেয়ার করেছেন তাঁর এক ভক্ত। ছবিগুলি ভাইরাল হয়েছে। অনেকে ছোট শামৌপ্তির সঙ্গে আজকের ‘গুড্ডি’র মিল খুঁজে পেয়েছেন। অনেকে পান নি। তবে ছবিগুলি দেখে সবাই অবাক। তখন ১৩ বছর বয়স ছিল শামৌপ্তির। গুড্ডি এখন বেশ জনপ্রিয় ধারাবাহিক হলেও সাম্প্রতিককালে সিরিয়ালের গল্প নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। গল্পের কোন মাথামুণ্ডু খুঁজে পাচ্ছেন না দর্শকরা।
No comments:
please do not enter any spam link in the comment box