Pathaan terrific opening in Bangladesh: বাংলাদেশে ‘পাঠান’, শেখ হাসিনার দেশে প্রথম দিনে ব্যবসার হাল কী রকম ?

১৯৭১ সালে রাজেশ খান্না ও আশা পারেখের ‘কাটি পতঙ্গ’ ছিল শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তারপর কেটে গিয়েছে ৫২ বছর। স্বাধীনতার পর বাংলাদেশে মুক্তি পায়নি ভারতের কোন সিনেমা। ৫০ বছরের শাপ এতদিনে মোচন হল। শুক্রবার ১২ মে বাংলাদেশের ৪১টি হলে রিলিজ করল শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) । পাঁচ মাস আগের বাসি সিনেমা। ইতিমধ্যেই আমাজন প্রাইমে কোটি কোটি মানুষ দেখে ফেলেছেন। সারা বিশ্বের ১১০ টি দেশে ‘পাঠান’ জানুয়ারী মাসে রিলিজ করে ছিল। আয় করেছে হাজার কোটির বেশি। এই সিনেমার হাত ধরে দক্ষিণী ছবিকে টক্কর দিয়ে ফের বাজার ফিরে পেয়েছে বলিউড। নাহলে সাউথের সিনেমার দাপটের কাছে ক্রমশ জৈলুশ হারাচ্ছিল হিন্দি সিনেমা। ‘পাঠান’ মান বাঁচিয়েছে। আবার অন্যদিকে, চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তাঁকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা বাংলাদেশেও আছে। সলমান এবং শাহরুখ খানের ভক্ত বাংলাদেশে কম কিছু নেই। তাঁরা বলিউডের সিনেমা দেখতে চান। কিন্তু দেশীয় সিনেমা বাঁচাতে ১৯৭১-এ স্বাধীনতার পর থেকে হিন্দি সিনেমার আমদানি বন্ধ করে বাংলাদেশ। সময় কখনো এক রকম যায় না। পরিস্থিতি বদলায়। ইন্টারনেটের যুগে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে ভারতীয় সিনেমা। আটকানো কিছুতেই সম্ভব নয়।

গত মার্চ মাসেই বাংলাদেশে ‘পাঠান’(Pathaan) রিলিজের কথা ছিল। কিন্তু স্থানীয় চলচ্চিত্র মহলের তীব্র আপত্তিতে ঈদে সিনেমাটি মুক্তি পায়নি। স্থানীয় প্রযোজক-পরিচালকদের আশংকা ছিল, ঈদে পাঠান রিলিজ হলে মার খাবে বাংলাদেশী ছবি। এবারের ঈদে আটটি বাংলাদেশী সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে শাকিব খানের ‘লিডার-আমি বাংলাদেশ’ সবথেকে বেশি সাড়া ফেলেছে। বাকিরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। শুক্রবার থেকে শাহরুখ খান হাজির হয়ে যাওয়ায় শাকিব খানদের বাজার মন্দা যাবে, তা বলতে গবেষক হওয়ার প্রয়োজন পরে না। মাত্র ৪১ টি হলে ‘পাঠান’কে মুক্তি দেওয়া হয়েছে। সারাদিনে দেশে ১৯৮ টি শো পেয়েছে। আর তাতেই বাজার কেঁপে গিয়েছে। দু’দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। সূত্র জানাচ্ছে, সোমবার পর্যন্ত প্রতিটি হলের শো হাউসফুল। একটাও টিকিট নেই। ইতিমধ্যেই অনেকে অনলাইনে ‘পাঠান’ দেখে নিলেও বড় পর্দায় শাহরুখ খানকে দেখতে ফের হল মুখী হচ্ছেন দর্শকরা।


অনেক টালবাহানা ও আইন কানুনের বাধা পেরিয়ে ‘পাঠান’(Pathaan) রিলিজ হওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে যশরাজ ফিল্ম। ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ‘পাঠান’ শুধুমাত্র ভারতে ৬৫৪.২৮ কোটি টাকা আয় করে। আর সমগ্র বিশ্ব জুড়ে আয় হয়েছে ৩৯০.০২ কোটি। সব মিলিয়ে ১,০৫০.৩ কোটি। বাংলাদেশে প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার। এই রকম পরিস্থিতি থাকলে শুধুমাত্র বাংলাদেশে ‘পাঠান’ ৩০ থেকে ৪০ কোটি টাকা আয় করবে। এমনই ধারণা পরিবেশক সংস্থার। 

READ MORE: কলকাতায় এসে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন সলমান খান

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.