Riya Sen MMS scandal: বিয়ের আগেই গর্ভবতী হওয়া থেকে MMS, সুচিত্রা সেনের ছোট নাতনি যেভাবে পরিবারের মুখ পুড়িয়েছেন
কানন দেবীর পরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার ছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen)। রূপে, গুণে তাঁকে টক্কর দিতে পারে এমন অভিনেত্রী আজ পর্যন্ত বাংলা সিনেমায় আসেনি। ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ। আজও তিনি বাঙালির ‘মহানায়িকা’। বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তম-সুচিত্রার জুটি আজও মানুষের মনে গেঁথে আছে। চিরদিন থাকবে। প্রজন্মের পর প্রজন্ম জুড়ে এত জনপ্রিয়তা পৃথিবীর ইতিহাসে খুব কম অভিনেত্রী পেয়েছেন। নিজের অভিনয় আর রূপে-গুণে তিনি এই খ্যাতি অর্জন করে ছিলেন। সুচিত্রা সেনের পর মেয়ে মুনমুন সেনও একই পথে হেঁটেছিলেন। মায়ের মতো খ্যাতি তিনি পাননি। তবে অনেক সুপারহিট বাংলা ও হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছেন। সুচিত্রা সেনের দুই নাতনি রাইমা ও রিয়া বিনোদন দুনিয়ায় পা রাখেন। কিন্তু নামের থেকে বদনাম বেশি হয়েছেন দুজনে।
রাইমা সেন তুলনামূলক ভাবে অনেক ধরণের ছবিতে অভিনয় করেছেন বা করছেন। কিন্তু রিয়া (Riya sen) দীর্ঘদিন আগেই সিনেমা জগতকে বিদায় জানিয়েছেন। মাত্র পাঁচ বছর বয়সে পূজা বেদীর ‘বিষকন্যা’ (১৯৯১) প্রথম অভিনয় করেন। বড় হয়ে প্রথম অভিনয় মিউজিক ভিডিও অ্যালবামে। ফাল্গুনী পাঠকের ‘চুরি জো খনকি হাতো মে’। দারুণ হিট করে গান। তখন এম টিভি বা চ্যানেল ভি’তে মিউজিক ভিডিওটিও হিট করে ছিল। ২০০০ সালে তামিল ছবি ‘তাজমহল’-এ প্রথম নায়িকা হিসেবে দেখা দিলেন রিয়া। সিনেমাটি বাণিজ্যিকভাবে ফ্লপ করে। হিন্দিতে প্রথম সিনেমা এন চন্দ্রার ‘স্টাইল’। কম বাজেটের সিনেমাটি বেশ হিট করে। রিয়ার আরও কিছু সিনেমা সফলতার মুখ দেখেছিল। যেমন, ‘ঝংকার বিটস’, ‘এক্সকিউজ মি’, ‘দিল ভিল প্যায়ার ভ্যায়ার’ এবং বাংলায় ‘বং কানেকশন’।
বেশ কিছু সিনেমা হিট করলেও নায়িকা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি। বরং বি গ্রেড ছবির অফার বেশি আসতে শুরু করে। ডুবে যায় কেরিয়ার। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের জন্য বেশি চর্চায় থাকতে শুরু করেন সুচিত্রা সেনের ছোট নাতনি। অভিনেতা অক্ষয় খান্না থেকে শুরু করে জন আব্রাহাম-সবার সঙ্গে নাম জড়ায় রিয়ার। তবে সবথেকে বেশি চর্চা হয়েছিল আমিশা প্যাটেলের ভাই আস্মিত প্যাটেলের সঙ্গে একটি এমএমএস নিয়ে। ৯০ সেকেন্ডের সেই এমএমএস আগুনের মতো সারা দেশে ছড়িয়ে ছিল। এম এম এস কাণ্ডের পর রিয়ার কাছে সিনেমার অফার আসা একদম বন্ধ হয়ে যায়। এরপর বাবার বয়সী লেখক সলমান রুশদির সঙ্গেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল রিয়ার। ২০১৬ সালে শোনা যায়, রিয়া সেন নাকি গর্ভবতী। যদিও অভিনেত্রী এই রটনা সম্পূর্ণ অস্বীকার করেন।
রাইমা সেন তুলনামূলক ভাবে অনেক ধরণের ছবিতে অভিনয় করেছেন বা করছেন। কিন্তু রিয়া (Riya sen) দীর্ঘদিন আগেই সিনেমা জগতকে বিদায় জানিয়েছেন। মাত্র পাঁচ বছর বয়সে পূজা বেদীর ‘বিষকন্যা’ (১৯৯১) প্রথম অভিনয় করেন। বড় হয়ে প্রথম অভিনয় মিউজিক ভিডিও অ্যালবামে। ফাল্গুনী পাঠকের ‘চুরি জো খনকি হাতো মে’। দারুণ হিট করে গান। তখন এম টিভি বা চ্যানেল ভি’তে মিউজিক ভিডিওটিও হিট করে ছিল। ২০০০ সালে তামিল ছবি ‘তাজমহল’-এ প্রথম নায়িকা হিসেবে দেখা দিলেন রিয়া। সিনেমাটি বাণিজ্যিকভাবে ফ্লপ করে। হিন্দিতে প্রথম সিনেমা এন চন্দ্রার ‘স্টাইল’। কম বাজেটের সিনেমাটি বেশ হিট করে। রিয়ার আরও কিছু সিনেমা সফলতার মুখ দেখেছিল। যেমন, ‘ঝংকার বিটস’, ‘এক্সকিউজ মি’, ‘দিল ভিল প্যায়ার ভ্যায়ার’ এবং বাংলায় ‘বং কানেকশন’।
বেশ কিছু সিনেমা হিট করলেও নায়িকা হিসেবে তিনি প্রতিষ্ঠিত হতে পারেননি। বরং বি গ্রেড ছবির অফার বেশি আসতে শুরু করে। ডুবে যায় কেরিয়ার। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের জন্য বেশি চর্চায় থাকতে শুরু করেন সুচিত্রা সেনের ছোট নাতনি। অভিনেতা অক্ষয় খান্না থেকে শুরু করে জন আব্রাহাম-সবার সঙ্গে নাম জড়ায় রিয়ার। তবে সবথেকে বেশি চর্চা হয়েছিল আমিশা প্যাটেলের ভাই আস্মিত প্যাটেলের সঙ্গে একটি এমএমএস নিয়ে। ৯০ সেকেন্ডের সেই এমএমএস আগুনের মতো সারা দেশে ছড়িয়ে ছিল। এম এম এস কাণ্ডের পর রিয়ার কাছে সিনেমার অফার আসা একদম বন্ধ হয়ে যায়। এরপর বাবার বয়সী লেখক সলমান রুশদির সঙ্গেও প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল রিয়ার। ২০১৬ সালে শোনা যায়, রিয়া সেন নাকি গর্ভবতী। যদিও অভিনেত্রী এই রটনা সম্পূর্ণ অস্বীকার করেন।
READ MORE: ছোট চুলের এই শিশুশিল্পী আজ নামকরা সিরিয়াল অভিনেত্রী, পরিচয় জানলে অবাক হবেন
২০১৭ সালের আগস্ট মাসে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে হিন্দু মতে বিয়ে করেন রিয়া। তারপর থেকে বড় পর্দায় একপ্রকার গায়েব হয়ে গিয়েছেন তিনি। এখন সোশ্যাল সাইটে বেশি সক্রিয় দেখা যায় সুচিত্রা সেনের নাতনিকে।
২০১৭ সালের আগস্ট মাসে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে হিন্দু মতে বিয়ে করেন রিয়া। তারপর থেকে বড় পর্দায় একপ্রকার গায়েব হয়ে গিয়েছেন তিনি। এখন সোশ্যাল সাইটে বেশি সক্রিয় দেখা যায় সুচিত্রা সেনের নাতনিকে।
No comments:
please do not enter any spam link in the comment box