Bangla serial TRP list: রূপা গাঙ্গুলি সিরিয়াল ছাড়তেই নেমে গেল মেয়েবেলা ! টিআরপি তালিকায় বাংলা সেরা কে ?
রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ছেড়ে দিতেই ধাক্কা লাগল টিআরপিতে। হু হু করে নেমে গেল ‘মেয়েবেলা’র টিআরপি। সিরিয়ালে রূপার জায়গায় অভিনয় করছেন অনুশ্রী। কিন্তু আর আগের মতো জমছে না। রূপার স্ট্রং অভিনয়ের কাছে সব ফিকে লাগছে, দাবি দর্শকের। আর তার প্রভাব দেখা গেল টিআরপিতে। এক ধাক্কায় একেবারে অষ্টম স্থানে। মাঝে কিছুদিন চতুর্থ বা পঞ্চম স্থানে থাকত। টিআরপিতে টপার হতে না পারলেও ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়ালের বিষয় বস্তু শিক্ষিত দর্শকের ভালো লাগছিল। আর পাঁচটা সিরিয়ালের মতো কুটকাচালি ছিল না। কিন্তু রূপা গাঙ্গুলি অভিযোগ করেন, মেয়েবেলা তার জায়গা ধরে রাখতে পারছে না। টি আর পি বাড়াতে সিরিয়ালের ট্রাকে বদল আনা হয়ে ছিল। অত্যাচারী শাশুড়ির ভূমিকায় তাঁকে কাজ করতে হচ্ছিল। যা কিছুতেই মানতে পারছিলেন না তিনি। তাই বাধ্য হয়ে ছেড়ে দিলেন। আর তার পরই সিরিয়ালের জনপ্রিয়তায় ভাঁটা পড়ল।
বেশ কয়েকমাস ধরে বাংলার সেরা সিরিয়াল ছিল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chowa)। কিন্তু একঘেয়ে গল্পের জন্য বিগত সপ্তাহে মার খাচ্ছিল জনপ্রিয়তায়। টিআরপিতেও দ্বিতীয় স্থানে নেমে আসে। সেই জায়গা নিয়ে নেয় ‘জগদ্ধাত্রী’। টানটান গল্পের মোড় দর্শক ভালো টানছিল। কিন্তু চলতি সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকায় দেখা যাচ্ছে, ফের জগদ্ধাত্রীকে সরিয়ে সেরা জায়গা দখল করে নিল ‘অনুরাগের ছোঁয়া’। ব্যবধান অনেকটাই বেশি। এদিকে সন্তানের জন্ম এবং সেই নিয়ে শৈল্য মা’র ষড়যন্ত্র তৃতীয় স্থানে নিয়ে এলো ‘গৌরী এলো’ কে। চতুর্থ হয়েছে দত্ত বাড়ির কাহিনী অর্থাৎ নিম ফুলের মধু। তাদের পয়েন্ট ৭.২। আর পঞ্চম স্থানে আছে ‘বাংলা মিডিয়াম’। ৬.২ রেটিং পেয়েছে ধারাবাহিক। এই হল সেরা পাঁচের তালিকা। একনজরে দেখে নিন বাকিরা কে কোথায় আছে-
শেষ হতে চলেছে ‘মিঠাই’। অনেক দিন ধরেই টপার ছিল তারা। এখন তালিকা থেকে ছিটকে গিয়েছে। টানটান গল্প দেখিয়েও টপার হতে পারেনি ‘খেলনাবাড়ি’। অনেকটাই এগিয়ে এসেছে ‘রামপ্রসাদ’। তবে তারাও তালিকার বাইরে।
বেশ কয়েকমাস ধরে বাংলার সেরা সিরিয়াল ছিল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chowa)। কিন্তু একঘেয়ে গল্পের জন্য বিগত সপ্তাহে মার খাচ্ছিল জনপ্রিয়তায়। টিআরপিতেও দ্বিতীয় স্থানে নেমে আসে। সেই জায়গা নিয়ে নেয় ‘জগদ্ধাত্রী’। টানটান গল্পের মোড় দর্শক ভালো টানছিল। কিন্তু চলতি সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকায় দেখা যাচ্ছে, ফের জগদ্ধাত্রীকে সরিয়ে সেরা জায়গা দখল করে নিল ‘অনুরাগের ছোঁয়া’। ব্যবধান অনেকটাই বেশি। এদিকে সন্তানের জন্ম এবং সেই নিয়ে শৈল্য মা’র ষড়যন্ত্র তৃতীয় স্থানে নিয়ে এলো ‘গৌরী এলো’ কে। চতুর্থ হয়েছে দত্ত বাড়ির কাহিনী অর্থাৎ নিম ফুলের মধু। তাদের পয়েন্ট ৭.২। আর পঞ্চম স্থানে আছে ‘বাংলা মিডিয়াম’। ৬.২ রেটিং পেয়েছে ধারাবাহিক। এই হল সেরা পাঁচের তালিকা। একনজরে দেখে নিন বাকিরা কে কোথায় আছে-
সেরা দশ সিরিয়াল (top ten Bengali serial)
1. অনুরাগের ছোঁয়া (৮.২)
2. জগদ্ধাত্রী (৭.৯)
3. গৌরী এলো (৭.৪)
4. নিম ফুলের মধু (৭.২)
5. বাংলা মিডিয়াম (৬.২)
6. রাঙা বউ (৬.১)
7. এক্কা দোক্কা (৫.৯)
8. পঞ্চমী (৫.৮), মেয়েবেলা (৫.৮)
9. কমলা ও শ্রীকান্ত (৫.৫)
10. হরগৌরী প্রাইস হোটেল (৫.৪)
শেষ হতে চলেছে ‘মিঠাই’। অনেক দিন ধরেই টপার ছিল তারা। এখন তালিকা থেকে ছিটকে গিয়েছে। টানটান গল্প দেখিয়েও টপার হতে পারেনি ‘খেলনাবাড়ি’। অনেকটাই এগিয়ে এসেছে ‘রামপ্রসাদ’। তবে তারাও তালিকার বাইরে।
No comments:
please do not enter any spam link in the comment box