Left front wins: নদীয়ায় সমবায়ে জোর ধাক্কা দিল বামেরা, ভ্যানিস বিজেপি, হারল তৃণমূল

মড়া বাজারে পালে হাওয়া। নদীয়ায় ফের একটি সমবায় দখল নিল বামফ্রন্ট (Left front wins)। আগেই পলাশিপাড়া, তেহট্ট দখলে এসেছিল। এবার হাতে এল নাকাশিপাড়া। নাগাদি সমবায়ে ৫৮টি আসনে ভোট হয়েছিল। ৩১-২৭ ব্যবধানে শাসক দল তৃণমূলকে পরাজিত করল বামেরা। জিতলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তৃণমূল। মাত্র ৪ টি আসনের ব্যবধান। উল্লেখযোগ্য বিষয় হল, এই সমবায়ে খাতাই খুলতে পারেনি প্রধান বিরোধী দল বিজেপি। তারা কার্যত উড়ে গিয়েছে।

গতকাল, অর্থাৎ রবিবার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের নাগাদি কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির ভোট গ্রহণ হয়। মোট ৫৮ টি আসনে ভোট হয়। ভোটার ছিলেন ১, ৪৭৯ জন। সব ক’টি আসনেই প্রার্থী দিয়েছিল বাম ও তৃণমূল। কোনও রকম অশান্তি ছাড়াই ভোট গ্রহণ হয়। গণনা শেষ হতে অনেক রাত হয়ে যায়। গণনা শেষে দেখা যায়, পরাজিত শাসক দল। অন্যদিকে, বিরোধী দল বিজেপি কোন খাতাই খুলতে পারেনি। নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দিয়েছে বামেরা। ৩১টি আসন জিতে তারা সমবায় দখল করেছে।

আর কিছুদিন পর পঞ্চায়েত ভোট। তার আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল বামেরা। তবে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। বিজেপির কোন প্রতিক্রিয়া মেলেনি। হতাশ তাদের কর্মীরা। এই বিষয়ে নাকাশি পাড়ার সিপিএম নেতা রফিকুল ইসলাম বলেন, ‘যদি অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হয়, তাহলে পঞ্চায়েতে কী রেজাল্ট হতে পারে তা নাকাশিপাড়ার মানুষ আজ দেখিয়ে দিয়েছে’। আর তৃণমূলের বক্তব্য, এই ফলাফল প্রত্যাশিত ছিল। অধিকাংশ ভোটার সিপিএম আগে থেকে তৈরি করে রেখেছিল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.