tollywood heroine: মায়ের কাছে বসে বর্তমানের টলিউডের নায়িকা, ক’দিন আগেই প্রেম ভাঙার গুজব রটে, বলুন তো কে ?
সিনেমা তারকাদের ছোটবেলার ছবি বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রিয় অভিনেতা বা অভিনেত্রী ছোটবেলায় কেমন দেখতে ছিলেন, তা জানার আগ্রহ সবার। হাজার হোক, তাঁরা তারকা। সাধারণ মানুষ নন। তাই তাঁদের ছেলেবেলা আলাদা বৈশিষ্ঠ্য বহন করে। সদ্য ইন্সটাগ্রামে নিজের শিশুকালের একটি ছবি শেয়ার করেছেন বাংলা সিনেমার নায়িকা। কোনও এক অনুষ্ঠানে মায়ের কোলের কাছে বসে আছেন। বিস্ফোরক চোখে তাকিয়ে আছেন ক্যামেরা ম্যানের দিকে। এক নজরে দেখে চেনার উপায় নেই। কারণ, এখনকার চেহারার সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া যায় না। তবে যাঁরা তাঁর মাকে চেনেন, তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট। ওই অভিনেত্রী মা কোন সাধারণ ব্যক্তি নন। তিনিও যথেষ্ট ফেমাস। ভালো করে দেখে বলুন তো উনি কে ?
উপরের ছবিটি পরিচালক শতরূপা স্যানালের মেয়ে ঋতাভরী (Ritabhari Chakraborty) ও চিত্রাঙ্গদার। পরিচালক উৎপেলেন্দু চক্রবর্তীর থেকে আলাদা হওয়ার পর দুই মেয়েকে একাই মানুষ করেছেন শতরূপা স্যানাল। একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে ইন্দ্রাণী হালদার অভিনীত ‘অনু’ ছবিটি জাতীয় পুরষ্কার পেয়েছিল। মেয়েরাও মা বলতে অজ্ঞান। কিছুদিন আগেই চিত্রাঙ্গদার বিয়ে হয়েছে। ঋতাভরীর মতো তিনিও অভিনেত্রী। তবে বোনের মতো জনপ্রিয়তা পাননি। গত ১২ মে মুক্তি পেয়েছে ‘ফাটাফাটি’। ঋতাভরীর সঙ্গে কাজ করেছেন আবির চট্টোপাধ্যায়। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ হিট।
খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার কথা ঋতাভরীর। তিনি পেশায় চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন। দুজনের বেশ ঘনিষ্ঠ ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। তবে মাঝে শোনা গিয়েছে, এই বিয়েতে নাকি তথাগতর পরিবারের আপত্তি আছে। তাই সম্পর্ক ভেঙে গিয়েছে। অবশ্য পরে সোশ্যাল সাইটে লম্বা পোস্ট করে তথাগত জানান, তাঁর পরিবার নিয়ে অযথা গুজব যেন রটানো না হয়।
১৯৯২ সালের ২৬ জুন কলকাতায় জন্ম ঋতাভরীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতক পরার সময় প্রথম অভিনয় সিরিয়ালে। স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’। সুপারহিট এই ধারাবাহিক থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১১ থেকে সিনেমাতে অভিনয় শুরু করলেও সবথেকে বড় ব্রেক পান সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ ছবিতে। ২০২০ তে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় ঋতাভরীর অভিনয় বেশ প্রশংসিত হয়।
উপরের ছবিটি পরিচালক শতরূপা স্যানালের মেয়ে ঋতাভরী (Ritabhari Chakraborty) ও চিত্রাঙ্গদার। পরিচালক উৎপেলেন্দু চক্রবর্তীর থেকে আলাদা হওয়ার পর দুই মেয়েকে একাই মানুষ করেছেন শতরূপা স্যানাল। একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। যার মধ্যে ইন্দ্রাণী হালদার অভিনীত ‘অনু’ ছবিটি জাতীয় পুরষ্কার পেয়েছিল। মেয়েরাও মা বলতে অজ্ঞান। কিছুদিন আগেই চিত্রাঙ্গদার বিয়ে হয়েছে। ঋতাভরীর মতো তিনিও অভিনেত্রী। তবে বোনের মতো জনপ্রিয়তা পাননি। গত ১২ মে মুক্তি পেয়েছে ‘ফাটাফাটি’। ঋতাভরীর সঙ্গে কাজ করেছেন আবির চট্টোপাধ্যায়। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে দারুণ হিট।
খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার কথা ঋতাভরীর। তিনি পেশায় চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন। দুজনের বেশ ঘনিষ্ঠ ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। তবে মাঝে শোনা গিয়েছে, এই বিয়েতে নাকি তথাগতর পরিবারের আপত্তি আছে। তাই সম্পর্ক ভেঙে গিয়েছে। অবশ্য পরে সোশ্যাল সাইটে লম্বা পোস্ট করে তথাগত জানান, তাঁর পরিবার নিয়ে অযথা গুজব যেন রটানো না হয়।
১৯৯২ সালের ২৬ জুন কলকাতায় জন্ম ঋতাভরীর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতক পরার সময় প্রথম অভিনয় সিরিয়ালে। স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’। সুপারহিট এই ধারাবাহিক থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১১ থেকে সিনেমাতে অভিনয় শুরু করলেও সবথেকে বড় ব্রেক পান সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ ছবিতে। ২০২০ তে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় ঋতাভরীর অভিনয় বেশ প্রশংসিত হয়।
No comments:
please do not enter any spam link in the comment box