Juhi chawla daughter: রূপে মাকে টক্কর না দিলেও গুণে একশো গোল দেবেন জুহি চাওলার মেয়ে, জানুন তাঁর পরিচয়

স্টারকিড হলেই বিনোদন দুনিয়ায় পা রাখবেন, সেটাই স্বাভাবিক ঘটনা। তবে ব্যতিক্রমও আছে। অনেকে ভালো পড়াশোনা করে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আবার অনেক স্টারকিড কোথাও ঠিক করে জায়গা করতে না পেরে একসময় হারিয়ে যায়। সেই উদাহরণও প্রচুর। শাহরুখ খানের পুত্র বা করিনা কাপুর খানের ছেলে। জন্ম থেকেই তারা স্টার। মানুষ তাদের কথা জানতে চায়। শাহরুখ খান এবং জুহি চাওলা একসময় জনপ্রিয় জুটি ছিলেন। এখন বিজনেস পার্টনার। কিংখানের ছেলে আরিয়ান খান জখন ধীরে ধীরে বিনোদন জগতে প্রবেশ করছেন, জুহি চাওলার মেয়ে তখন এসব থেকে অনেক দূরে। নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত।

‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ( Raju ban gaya gentleman) ছবি থেকেই শাহরুখ ও জুহির বন্ধুত্ব শুরু। একে অপরকে ‘তুই’ বলে সম্বোধন করেন। কলকাতা নাইট রাইডারস (KKR) দল দুজনে যৌথভাবে শুরু করেন। পাশাপাশি, বড় হয়েছে দুজনের ছেলে-মেয়েরা। বহু বছর কেটে গেলেও তাঁদের বন্ধুত্বে ছেদ পড়েনি। শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় ধরা পড়ার পর তাঁর পাশে ছিলেন জুহি। দুঃখের দিনে এক মুহূর্ত বন্ধুকে ছেড়ে যাননি। এইভাবেই সুখেদুঃখে কেটে যাচ্ছে দুটি পরিবার।

কিছুদিন আগেই জুহির মেয়ে জাহ্নবী মেহতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ খান ট্যুইটারে লিখেছেন, ‘তোমার সাফল্যে আমি খুব গর্বিত। তুমি ফিরে এসো। একসঙ্গে উদযাপন করব। তোমার জন্য অপেক্ষা করছি। লাভ ইউ জান’। পাশাপাশি, গর্বিত মা জুহি চাওলা লিখেছেন, “মা হয়ে সন্তানের প্রশংসা করতে নেই। কিন্তু বলতে বাধা নেই, জাহ্নবী ব্রিলিয়ান্ট বাচ্চা। ছোট থেকেই খুব মেধাবী। সব পরীক্ষায় তাক লাগানো নম্বর পেত। স্কুলের গণ্ডি পেরিয়ে বোর্ডের পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট করেছিল। স্কুলের মধ্যে ফাস্ট হয়েছিল। সারা ভারতে ইতিহাসে সবথেকে বেশি নম্বর পেয়েছিল। এখন বিদেশে পড়ছে”।

READ MORE: মরার আগে একবার শাহরুখ খানকে দেখতে চাই, আবেদন ক্যান্সার আক্রান্তের  

তিনি আরও লিখেছেন, “অনেক তারকা সন্তানের একাধিক চাপ থাকে। সবাই অভিনেতা হতে চায়। জীবনে সফল হবে কিনা তা নিয়েও চিন্তা থাকে। পরবর্তী ছবি হিট হবে কিনা সেই চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। তার উপর সোশ্যাল মিডিয়ার টিপ্পনি তো আছেই। জাহ্নবীর অবশ্য সেই চাপ নেই”।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.